Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শকের মধ্যে আলোড়ন তুলেছে মুখোশ মানুষ

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চলতি সপ্তাহে মুক্তিপ্রাপ্ত সিনেমা মুখোশ মানুষ দেখার জন্য সিনেপ্লেক্সসহ সিনেমা হলগুলোতে দর্শকদের বেশ ভিড় পরিলক্ষিত হয়েছে। শুক্রবার দিন সিনেমাটি মুক্তি পাওয়ার পর বেশ কয়েকটি সিনেমা হলে হাউসফুল যায়। সিনেমার মন্দাবস্থায় কোনো মুক্তির প্রথম দিনে কোনো সিনেমা হাউসফুল যাওয়া অনেকটা স্বপ্নের মতো হলেও মুখোশ মানুষ সিনেমাটি সেই স্বপ্নের কাজটি করেছে। সরেজমিন বেশ কয়েকটি সিনেমা হলে দেখা যায়, টিকিটের জন্য দর্শক লাইন ধরে আছে। এমনকি সিনেমাটি দেখে যারা বের হচ্ছেন, তারা বলছেন, সিনেমাটিতে আমাদের বাস্তব জীবনের অব্যক্ত ঘটনা তুলে ধরা হয়েছে, যা আমাদের সচেতন হতে সহযোগিতা করবে। সিনেমাটির গল্প সিনেমার মতো করেই উপভোগ্য করে তুলে ধরা হয়েছে। এক দর্শকের সাথে কথা বলে জানা যায়, সে সিনেমাটি দেখে তার বন্ধু-বান্ধবদেরও দেখতে উদ্বুদ্ধ করেছে। তারাও সিনেমাটি দেখতে এসেছে। বলা বাহুল্য, এ সময়ে সিনেমার দর্শকদের মধ্যে এ ধরনের প্রবণতা দেখা যায় না। সিনেমা দেখে আরও অনেককে বলার ঘটনা দীর্ঘদিন পর দেখা গেল। মুখোশ মানুষ মূলত এক্সপেরিমেন্টাল সিনেমা হলেও, দর্শক বেশ ভালোভাবে নিয়েছে। গল্পের সাথে বাস্তব জীবনের মিল খুঁজে পাওয়ায় তারা সিনেমাটি উপভোগ করছেন। এদিকে দর্শকদের এমন উপস্থিতি হল মালিকদেরও উৎসাহী করে তুলেছে। তারা বলছেন, দর্শক সিনেমায় বাস্তব জীবনের সাথে মিল রয়েছে, এমন গল্পের সিনেমাই সাধারণত দেখতে চায়। মুখোশ মানুষ সময়কে ধারণ করতে পেরেছে বলেই আশানুরূপ ব্যবসা করছে। এতে আমরা খুশি। সিনেমার দুর্দিনে এখন কোনো শো-ই হাউসফুল হয় না। এদিক থেকে মুখোশ মানুষ আমাদের হাউসফুল শো দিয়েছে। এটা চলচ্চিত্রের জন্য ইতিবাচক। জানা যায়, সিনেমাটি প্রাথমিকভাবে ২৩টি হলে মুক্তি পেলেও, দ্বিতীয় সপ্তাহে অনেক হল মালিকই সিনেমাটি চালানোর জন্য আগ্রহী হয়ে উঠেছে। বিশেষ করে মফস্বল এলাকার সিনেমা হলগুলোর আগ্রহ বেশি পরিলক্ষিত হচ্ছে। এতে আগামী সপ্তাহে সিনেমাটি সারা দেশে ব্যাপক সংখ্যক হলে চলবে। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে, সাইবার ক্রাইমের শিকার এক মেয়ের জীবনের দুঃসহ ঘটনা নিয়ে। এর সাথে থ্রিলার ও সাসপেন্সপূর্ণ ঘটনা যুক্ত হয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল। বলা যায়, প্রথম সিনেমা দিয়েই জুয়েল অনেকটা বাজিমাত করেছেন। তার আধুনিকমনস্ক চিন্তাভাবনা দর্শকদের মধ্যে আলোড়ন তুলতে সক্ষম হয়েছে। এতে অভিনয় করেছেন নওশীন, হিল্লোল, কল্যাণ কোরাইয়া, প্রসূন আজাদ, মিমো প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ডিজি মোশন পিকচার্স।

 



 

Show all comments
  • Foysal Mahamud ৩ জানুয়ারি, ২০১৭, ১১:০১ এএম says : 0
    Well
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষ

২৭ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ