Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জঙ্গি হামলা, ধর্ষণ, হত্যা, নির্যাতনসহ একাধিক আলোচিত ঘটনার জন্ম

ফিরে দেখা মাদারীপুরের ১ বছর

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : ছোট-বড় অসংখ্য ঘটনার মধ্যদিয়ে কেটে গেল একটি বছর। ২০১৬ সালের মাদারীপুরে সবচেয়ে আলোচিত কলেজ শিক্ষকের উপর হামলায় গ্রেফতার জঙ্গি ফাহিম পুলিশের হাতে বন্ধুকযুদ্ধে নিহতের ঘটনা। এছাড়া সড়ক দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানি, নির্বাচনে একাধিক ব্যক্তির মৃত্যুসহ নানা ঘটনার জন্ম দিয়েছে ২০১৬।
নির্বাচন ৩১ মার্চ : ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে সুজন মৃধা (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ বিরঙ্গল ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত সুজন একই এলাকার বাচ্চু মৃধার ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়।
ধর্ষণ ২৮ অক্টোবর : কালকিনি উপজেলার রমজানপুরে বাড়িতে একা পেয়ে পিতৃহারা কিশোরিকে ধর্ষণের অভিযোগ উঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল বেপারির ছেলের বিরুদ্ধে। পরে মেয়েটির আপত্তিকর ছবি অভিযুক্ত শুভ ছড়িয়ে দেয় ফেসবুকে। এ ঘটনায় আদালতে মামলা হয়ে তদন্ত পায় ইউপি চেয়ারম্যান।
সড়ক দুর্ঘটনা : ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরে চলতি বছরে ১৪টি দুর্ঘটনায় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসকসহ প্রাণ গেছে ৩৮ জনের। এর মধ্যে গত ২৭ মে মহাসড়কের সদর উপজেলার সমাদ্দারে গাড়ির চাকা ফেটে ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে নিহত হয় ৯ যাত্রী।
দুর্ঘটনা ২ ডিসেম্বর : সদর উপজেলার আব্দুল সালাম চোকদার নামে এক মুক্তিযোদ্ধার বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জমি-জমার জেরে প্রতিপক্ষের লোকজন এই অগ্নিকাÐের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পরিবারের।
২৮ আগস্ট : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে শহর থেকে কলাগাছিয়া ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অপর ট্রলারের ধাক্কায় সিদ্দিকখোলা এলাকায় কুমার নদে ট্রলার ডুবির ঘটনায় ৩ জনের মৃত্যু হয়।
হত্যা ২৮ ফেব্রয়ারি : রাজৈরের আমগ্রামের বিশ^নাথ মÐলের মেয়ে উন্নতিকে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে বিয়ের ৫ দিনের মাথায় হত্যা করা হয়। এ ঘটনায় একই এলাকার সদানন্দ বাজৈর ছেলে শশোধর আজও বিচারের আওতায় আসেনি।
১৮ জুন : মাদারীপুরে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক রিপন চক্রবর্ত্তীর উপর জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার ফাহিম পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে নিহত হয়। পুলিশের ধারণা যে নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য।
০৫ জুলাই : পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় সনিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
১৬ সেপ্টেম্বর : জুয়া খেলা নিয়ে সংর্ঘষে ফিরোজ মোল্লা (২৮) নামে একজন রাজৈরের টেকেরহাটে নিহত হয়। নিহত ফিরোজ একই উপজেলার তাঁতিকান্দা গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
১৮ সেপ্টেম্বর : কালকিনির নবগ্রামে প্রেমে ব্যর্থ হয়ে শিক্ষার্থী নিতু মন্ডলকে কুপিয়ে হত্যা করে পাশের বাড়ির বখাটে মিলন। পরে মিলন গ্রেফতার হলেও এ মামলার অভিযোগপত্র আজও আদালতে উঠেনি।
১০ অক্টোবর : পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় নাজমা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠে স্বামী সুজাত বেপারির বিরুদ্ধে। সদর উপজেলার মস্তফাপুরের দক্ষিণ খাগছাড়া গ্রামের এ ঘটনায় মামলা হলে আজও পলাতক পাষÐ স্বামী সুজাত।
১৩ নভেম্বর : শহরের পানিছত্র এলাকার মালয়েশিয়া প্রবাসী মিলন তালুকদারের স্ত্রী লাভলী বেগমকে মোবাইলে ডেকে নিয়ে হত্যার অভিযোগও করা হয়। পরে শহরের কুকরাইল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতনন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
প্রতিবাদ ৬ অক্টোবর : শহরের লঞ্চঘাট এলাকার ১নং পুলিশ ফাঁড়ির পুকুর ভরাট বন্ধের দাবিতে একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন হয়। পরে এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট করলে আদালত বিষয়টি আমলে নিয়ে পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেন।
১১ ডিসেম্বর : কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজ সরকারিকরণের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষক-শিক্ষার্থীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও এ বছর হত্যা, ধর্ষণ, নির্যাতন, আসামি গ্রেফতারসহ নানা অন্যায়-অপরাধের প্রতিবাদে একাধিক মানববন্ধন করা হয়।
ডাকাতি ২ মার্চ : রাতে কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় ৫০ ভরি স্বর্ণ, রূপা ও নগদ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। বাঁধা দিতে গেলে ডাকাতদের গুলিতে স্বজন কাজী নামে এক ব্যবসায়ীর মৃত্যু। এ ঘটনায় আহত হন আরো ৫ জন। এছাড়া শিবচর উপজেলায় এ বছর একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে।
মামলা ৮ ফেব্রæয়ারি : দৈনিক কালেরকন্ঠ পত্রিকার সম্পাদক এমদাদুলক হক মিলনসহ ৪ জনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালাতে এ মামলা করেন। ২ ফেব্রæয়ারি ‘জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আখের গোছানোয় মগ্ন’ শিরোনামে খবর প্রকাশে এ মামলা করা হয়।
২৩ জুন : রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সহিদুল ইসলামের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়। পেশাগত কাজে বাঁধা দেয়ায় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন।
২১ নভেম্বর : সদর উপজেলা ভ‚মি সহকারী কমিশনার জয়ন্তী রূপা রায় ও দুধখালী ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা (তহসিলদার) আব্দুল ওহাবের বিরুদ্ধে অবৈধভাবে দোকানঘর ভেঙে ফেলার অভিযোগে ৬৫ লাখ টাকার ক্ষতিপূরনের মামলা করেন আব্দুল কুদ্দুস ফরাজী যুগ্ম জেলা জজ আদালতে।
নির্যাতন ৯ জুন : তরুণীকে নির্যাতন শেষে গলাকেটে নদীতে ভাসিতে দেয় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে মাদারীপুর সদর পরে বরিশাল মেডিকেলে প্রেরণ করা হয় তাকে। কালকিনি উপজেলার বাঁশগাড়ি লঞ্চঘাট এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে তাকে উদ্ধার করা হয়।
২৫ সেপ্টেম্বর : শিবচরের কুতুবপুরে মোবাইল চুরির অভিযোগে মেহেদী হাসান নামে ১৩ বছর বয়সী এক শিশুকে শিকলে বেঁধে নির্যাতন চালায় কামরুল বেপারী। পরে আহত অবস্থায় প্রশাসন মেহেদীকে উদ্ধার ও অভিযুক্ত কামরুলকে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ