পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বেনাপোল অফিস : বেনাপোল’র আমরখালি এলাকা থেকে রোববার সকালে এক ট্রাক ভারতীয় শাড়ি, থ্রি পিস, ওড়না ও জামার কাপড়’র চালান আটক করেছে বিজিবি সদস্যরা। জব্দ করা মালামালের মূল্য ৮ লাখ ২৮ হাজার টাকা বলে জানায়।
যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল বেনাপোল যশোর সড়কের আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে এক ট্রাক শাড়ি, থ্রি পিচ, ওড়না ও শার্টের কাপড় আটক করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মালামাল যশোর শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে থানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।