Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেনাপোলের নোম্যান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফ যৌথ রিট্রিট সেরিমনি পালিত

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : আজ বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফ যৌথভাবে রিট্রিট সেরিমনি পালন করলো। যৌথ প্যারেড’র মাধ্যমে দু’দেশের পতাকা নামানো ও গেট বন্ধ করার মধ্য দিয়ে পালিত হলো এই অনুষ্ঠান।
অনুষ্ঠানটি উপভোগ করেন ভারত ও বাংলাদেশের ৩০ জন সাংবাদিক। এর আগে দু’দেশের সাংবাদিকরা বেনাপোলসহ ৪টি সীমান্তে বিজিবি ও বিএসএফ’র যৌথ টহল, বর্ডার ম্যানেজমেন্ট, চোরাচালান প্রতিরোধ’র কৌশল সরেজমিনে প্রত্যক্ষ করেন।
অনুষ্ঠানে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, ও ২৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লিয়াকত হোসেন ও বিএসএফ’র পক্ষে ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক রাঘবিন্দ ও উপঅধিনায়ক মেজর এসকে সারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোলের নোম্যান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফ যৌথ রিট্রিট সেরিমনি পালিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ