নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : একে তো ইংরেজি নববর্ষ, সঙ্গে যোগ হল ক্লপ-গার্দিওলা দ্বৈরথ। দুয়ে মিলে পরশু রাতে আনফিল্ডে ছিল এক অন্য রকম আমেজ। দু’জন অবশ্য এর আগেও মুখোমুখি হয়েছেন, তবে ইংল্যান্ডে এই প্রথম। উত্তাপ ছড়ানো এই ম্যাচে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে ইয়ুর্গুন ক্লপের লিভারপুল। দু’জনের মুখোমুখি লড়াইয়েও ৫-৪ ব্যবধানে এগিয়ে গেলেন জার্মান কোচ।
থার্টিফাস্ট রাতে রেকর্ড জয় দিয়ে নববর্ষ উদযাপন করেছে পয়েন্ট তালিকার শীর্ষ দল চেলসিও। স্টামফোর্ড ব্রিজে চরম নাটকীয়তায় ভরা ম্যাচে স্টোক সিটিকে ৪-২ গোলে হারিয়ে ১৪ বছর আগে প্রিমিয়ার লিগে এক মৌসুমে গড়া টানা ১৩ জয়ের আর্সেনালের রেকর্ডে ভাগ বসিয়েছে আন্তোনিও কোন্তের দল। এছাড়া ঘরের মাঠে পিছিয়ে পড়েও শেষ সময়ের গোলে জয় দিয়ে বছর শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডও।
আনফিল্ডে ম্যাচের অষ্টম মিনিটে অ্যাডাম ললনার ক্রস থেকে হেডারের মাধ্যমে লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন জর্জিনিও ভিনালডাম। ম্যাচ শেষে ক্লপরে উদযাপনটা ছিল চোখে পড়ার মত। তবে বিজয়ী দলের মত খেলা উপহার দেয় গার্দিওলার সিটিই। কিন্তু ভাগ্য অনুক‚লে না থাকায় গোল মুখ আবিষ্কার করতে পারেনি গার্দিওলার শিষ্যরা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও লিভারপুল গোলকিপার সিমোন মিগনোলেটের দৃড়তায় পেরে ওঠেননি আগুয়েরো-ডি ব্রæইনরা। ফলে শীর্ষে থাকা চেলসির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থনেই থাকতে হচ্ছে আকাশি-নীলদের। অপরদিকে ৬ পয়েন্টের ব্যবধান বজায় রেখে দ্বিতীয়স্থান অক্ষুন্ন রেখেছে লিভারপুল।
অল রেড দলটি দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময়ই পার করে নিজেদের রক্ষণ সামলাতে। ম্যাচ শেষে এ নিয়ে কথা বললেন ক্লপও, ‘জানি সবাই আমাদের রক্ষণ নিয়েই কথা বলবে। এটা গোল খাওয়া এড়ানোর জন্য। ছেলেরা সেটা করে দেখিয়েছে।’ গার্দিওলা কৃতিত্ব দিলেন প্রতিপক্ষের পাল্টা আক্রমণকে, ‘খেলাটা সাম্যাবস্থায় ছিল। গোলটাই কেবল পার্থক্য গড়ে দিয়েছে। এটা ছিল খুব কঠিন বিশেষ করে যারা পাল্টা আক্রমণে খুবই পটু তাদের বিপক্ষে। পরের ম্যাচে আমাদের জেগে উঠতে হবে।’
চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে চলেছে গোল আর পাল্টা গোলের স্নায়ুক্ষয়ী লড়াই। প্রথমার্ধে গ্রে কাহিলের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সফরকারীদের সমতায় ফেরান ডিফেন্ডার ব্রæনো মার্টিন্স ইন্দি। খানিক বাদে বøুদের এগিয়ে নেন উইলিয়ান। সাত মিনিট বাদে আবারো স্টোককে এগিয়ে নেন পিটার ক্রচ। স্টোকের গোল উদযাপন শেষ না হতেই পরের মিনিটে আবারো দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে স্বাগতিকদের হয় চতুর্থ গোল করে এই নাটকের অবসান ঘটান দিয়াগো কস্তা।
৪ জানুয়ারি টটেনহামের মাঠে জিতলেই প্রিমিয়ার লিগে টানা জয়ের নতুন রেকর্ড গড়বে চেলসি। চেলসি কোচ অবশ্য রেকর্ড নয়, চান শিরোপা, ‘সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয় যদি অপনি শিরোপা না জেতেন।’ শিষ্যদের পারফর্ম্যান্সে খুশি কোন্তে বলেন, ‘যখন আপনার এমন সব খেলোয়াড় থাকবে তখন আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। তারা অসাধারণ এবং আমরা এজন্য গর্বিত।’ তবে শিরোপা জেতাটা যে মুখের কথা নয় সেটাও জানেন ইতালিয়ান কোচ, ‘মৌসুমের প্রথমা ভাগ আমাদের জন্য ছিল অসাধারণ কিন্তু পরের ভাগে আমাদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।’
ওদিকে ওল্ড ট্রাফোর্ডে মিডিলসব্রোর বিপক্ষে ২-১ গোলের জয় পেতে কাঠখড় পোড়াতে হয়েছে হোসে মরিনহোর দলকে। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেও ১-০ গোলে পিছিয়ে ছিল রেড ডেভিলরা। এরপর এক মিনিটের ব্যবধানে দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন অ্যান্টনি মার্শিয়াল ও পল পগবা। প্রতিপক্ষের গোল বরাবর ইব্রাহিমোভিচ-পগবাদের প্রথম ৩০ শটই ছিল ব্যর্থ। শেষ দুই শটে ভাগ্য ফেরে তাদের। প্রায় দেড় বছরেরও বেশি সময় পর টানা ৫ ম্যাচ জিতল ইংল্যান্ডের সবচেয়ে ঐতিয্যবাহী দলটি। এরপরও ৩৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানেই থাকতে হচ্ছে তাদের। একম্যাচ কম খেলে চারে থাকা আর্সেনালের সংগ্রহ তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি।
তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে চ্যাম্পিয়ন লেস্টার সিটিও। কিং পাওয়ার স্টেডিয়ামে ওয়েস্ট হামের টানা তিন ম্যাচের জয়রথ থামে সিøমানির একমাত্র গোলে। ফলে অবনমন অঞ্চল থেকে ৬ পয়েন্ট উপরে উঠে এসেছে ক্লাদিও রেনিয়েরির দল।
বার্নলি ৪-১ সান্ডারল্যান্ড
চেলসি ৪-২ স্টোক
লেস্টার ১-০ ওয়েস্ট হাম
ম্যান উই ২-১ মিডিল্সব্রো
সাউদাম্পটন ১-২ ওয়েস্ট ব্রæম
সোয়ানসি ০-৩ বোর্নমাউথ
লিভারপুল ১-০ ম্যান সিটি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।