Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফুলছড়িতে সোলার প্যানেল ও নলকুপ বিতরণ

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়িতে অতি দরিদ্র পরিবারের মাঝে বিদ্যুৎ সেবা ও বিশুদ্ধ পানি নিশ্চিত করণের লক্ষে এলজিএসপি প্রকল্পের আওতায় সোলার প্যানেল ও নলক‚প বিতরণ করা হয়েছে। উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি-২) আওতায় পৃথক দুইটি প্রকল্পের মাধ্যমে সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে ফজলুপুর ইউনিয়নের অতি দরিদ্র পরিবারের মাঝে পৃথক তিনটি প্রকল্পের মাধ্যমে ৪টি সোলার প্যানেল ও ৪০টি নলক‚প, পাইপসহ সরঞ্জামাদি বিতরণ করা হয়। দরিদ্রদের মাঝে নলক‚পগুলো তুলে দেন স্থানীয় সরকার বিভাগের জেলা ফ্যাসিলিটেটর অরুন দর্শী চাকমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী একেএম আখতারুল আহসান, উপ-সহকারী প্রকৌশলী এমদাদুল হক, ফজলুপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল, প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য জরিনা বেগম, হুকুম আলী, হারুন অর রশিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ