Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফিরেছেন শুভাগতহোম টি-২০ দলে শুভাশিষ-তাইজুল

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মেহেদী মারুফ ছাড়া অন্য ২২ জন আছেন দলের সঙ্গে। তবে নিউজিল্যান্ড ক্রিকেটের আতিথ্য ১৫ জনের বেশি ক্রিকেটার পাবেন না বলে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠেয় ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচের দল গতকাল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে অভিষেকে ২ উইকেট পাওয়ায় পেস বোলার শুভাশিষ রায়কে টি-২০ স্কোয়াডে নিয়েছেন বেছে নির্বাচকরা। ১১ টেস্টে ৪৩ এবং ৪ ওয়ানডেতে ৫ উইকেট শিকারি বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম এই প্রথম সুযোগ পেলেন টি-২০ স্কোয়াডে। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে শেষ বলে ২ রানের লক্ষ্য পূরনে ব্যর্থ শুভাগতহোমকে ফিরিয়ে এনেছেন নির্বাচকমÐলী।
এদিকে গতকাল ইনজুরিতে পড়ায় নিউজিল্যান্ডের অন্যতম টি-২০ সেরা ব্যাটসম্যান মার্টিন গাপটিল (৬১ টি-২০ ম্যাচে ১৮০৬, গড় ৩৪.৭৩) টি-২০ দল থেকে ছিটকে পড়েছেন। সাড়ে ৬ বছর পর প্রত্যাবর্তন সিরিজে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২২, ১০৯ ও ৯৭ রানে টি-২০ সিরিজে গাপটিলের স্থলাভিষিক্ত হলেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান নিল ব্রæম। এই প্রথম নিউজিল্যান্ড টি-২০ দলে জায়গা পেলেন টম ব্রæস। ট্রেন্ট বোল্টকে টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।
প্রথম টি-২০তে বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম চৌধুরী, শুভাশিষ রায়, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রæস, কলিন ডি গ্র্যান্ডহোম, নেইল ব্রæম, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, বেন উইলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাইজুল

১০ এপ্রিল, ২০২২
১৯ ফেব্রুয়ারি, ২০২০
১ ফেব্রুয়ারি, ২০১৯
২৪ জানুয়ারি, ২০১৯
২৫ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ