Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রেজিমেন্ট ক্যাম্প ২০১৬-১৭ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সম্প্রতি সুন্দরবন রেজিমেন্ট এর তত্ত¡াবধানে রেজিমেন্ট ক্যাম্প ২০১৬/১৭ আরম্ভ হয়। উক্ত ক্যাম্পে ৯৯টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় হতে ৩০ জন শিক্ষক এবং ৬শ জন (পুরুষ ও মহিলা) ক্যাডেট অংশগ্রহণ করে। গত ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখে সমাপনী কুচকাওয়াজ এর মাধ্যমে উক্ত প্রশিক্ষণ ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত হয়। সমাপনী কুচকাওয়াজ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য , প্রফেসর ড. মোহাম্মেদ আলমগীর । এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল হক, রেজিমেন্ট এ্যাডজুটেন্ট, ব্যাটালিয়ন কমান্ডার, ব্যাটালিয়ন এ্যাডজুটেন্টসহ বিভিন্ন কলেজের দায়িত্ব প্রাপ্ত বিটিএফও, পিইউও, টিইউওগণ। প্রধান অতিথি তার ভাষনে বলেন,আমাদের পূর্ব প্রজন্ম যে স্বাধীনতা দিয়ে গেছেন তা অর্থ বহ করে তোলার জন্য দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। এ জন্য নতুন প্রজন্মকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আর এই অগ্রনী ভূমিকা পালনের ক্ষেত্রে বিএনসিসি’র ক্যাডেটদের এগিয়ে আসতে হবে।” পরিশেষে তিনি প্রশিক্ষণের সাফল্য কামনা করেন। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ