Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুরে জঙ্গিবাদ বিরোধী আলেম-ওলামা সমাবেশ

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দিরসহ বাড়ি-ঘর জ্বালানোর প্রতিবাদে গাজীপুরে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে আলেম-ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গাজীপুর জেলা শহরের শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো: ইসমাইল হোসাইন। মো: শাহীন খাঁন ও মাওলানা মনির হোসেন আব্বাসীর সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে উন্নতি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই কিছু কুচক্রীমহল সমাজে আতংক সৃষ্টির মধ্য দিয়ে জঙ্গিবাদ কায়েম করে দেশ ধ্বংস করে ক্ষমতায় যাওয়ার হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা ইসলাম তথা মানবতার বন্ধু নয়। তারা বলেন, ইসলাম কায়েমের নামে হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মালম্বীদের মন্দির ও গির্জায় কোনো প্রকার হামলা ও জুলুম ইসলাম সমর্থন করে না। বর্তমানে দেশের এ অবস্থায় আলেম-ওলামা ও পীর মাশায়েখসহ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করতে হবে।
আলোম-ওলামা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল মান্নান হেলালী, মাওলানা আজিজুর রহমান বুলবুলি, মুফতি হারিসুল হক হোসাইনী, মাওলানা শেখ শোয়াইব মাওলানা মোস্তফা চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ, অধ্যক্ষ মাওলানা এমএ কুদ্দুস ভ‚ইঁয়া প্রমুখ। পরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে কলরব সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ