Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেকৃবিতে এমএস-পিএইচডিতে ভর্তির আবেদন শুরু ১ জানুয়ারি

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শেকৃবি সংবাদদাতা : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) জানুয়ারি-জুন ২০১৬ সেমিস্টারে এমএস, এমবিএ অ্যাগ্রিবিজনেস ও পিএইচডি কোর্সে ভর্তির আবেদন ১ জানুয়ারি থেকে বিতরণ শুরু হবে। পূরণকৃত আবেদন ফরম ১৩ জানুয়ারির মধ্যে সরাসরি অথবা ডাকযোগে সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে জমা দিতে হবে। মেধা ও বিষয় পছন্দের-ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা ১৯ জানুয়ারি সংশ্লিষ্ট সব বিভাগীয় চেয়ারম্যান ও ডিন, পোস্ট গ্র্যাজুয়েটর অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। বিশ^বিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে এমন তথ্য জানানো হয়। ভর্তিচ্ছুরা ডিন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এমএস আবেদন ফরম ৫০০ টাকা এবং পিএইচডি আবেদন ফরম এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাস আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হবে। এমএস কোর্সে কৃষি অনুষদের অন্তর্ভুক্ত অ্যাগ্রোনমী, অ্যাগ্রিকালচারাল বোটানি, অ্যাগ্রিকালচারাল কেমিস্ট্রি, অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, বায়োকেমিস্ট্রি, অ্যান্টোমোলজি, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, হর্টিকালচার, প্লান্ট প্যাথলজি, সয়েল সায়েন্স, অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যান্ড অ্যানভায়রমেন্টাল সাইন্স, বায়োটেকনোলজি এবং এমবিএ অ্যাগ্রিবিজনেস কোর্সে অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট স্নাতক অথবা বিবিএ অ্যাগ্রিবিজনেস স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। পিএইচডি কোর্সে অ্যাগ্রোনমি, অ্যাগ্রিকালচারাল বোটানি, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, হর্টিকালচার, প্লান্ট প্যাথলজি, সয়েল সায়েন্স, অ্যান্টোমালজি, অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং অ্যাগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগসমূহে ভর্তি করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জানুয়ারি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ