Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সবচেয়ে উষ্ণতম মাস ছিল জানুয়ারি

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আধুনিককালে চলতি বছরের জানুয়ারি ছিল সবচেয়ে উষ্ণতম মাস। মার্কিন উপাত্ত থেকে একথা জানা গেছে। বিশ্ব উষ্ণতার রেকর্ডে সর্বশেষ এ উপাত্ত জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগকে আরো বাড়িয়ে দিল। ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এক বিবৃতিতে বলছে, চলতি বছর জানুয়ারি মাসে ভূপৃষ্ঠ ও মহাসাগরে গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ১.৮৭ ডিগ্রি ফারেনহাইট যা বিশ শতকের জানুয়ারি মাসের চেয়েও বেশি ছিল। এমনকি ১৮৮০ সালে তাপমাত্রা রেকর্ড শুরুর পর এই জানুয়ারিই ছিল সবচেয়ে উষ্ণতম মাস। এটি ২০০৭ সালের ০. ২৯ ডিগ্রি ফারেনহাইটের তাপমাত্রার রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এনওএএ বলছে, ১৮৮০ সালের পর ২০১৫ ছিল সবচেয়ে উষ্ণতম বছর। ওই বছরের ডিসেম্বর ছিল ১৩৬ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সবচেয়ে উষ্ণতম মাস ছিল জানুয়ারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ