পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
মহান বিজয়ের মাস উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সম্প্রতি গণসংগীত সন্ধ্যার আয়োজন করে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এই আয়োজনের উদ্বোধন করেন এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। উদ্বোধনকালে উপাচার্য বলেন, সংগীত আমাদের মনকে প্রশান্ত করে। আর দেশের গান আমাদের হৃদয় প্রশান্ত করার পাশাপাশি দেশপ্রেমেও উদ্বুদ্ধ করে। এশিয়ান ইউনিভার্সিটি তরুণ প্রজন্মের মনে দেশপ্রেম প্রোথিত করে দেবার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মিসেস সালেহা সাদেক, বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সদস্য এস এম ইয়াছিন আলী, পরীক্ষা নিয়ন্ত্রক কে এম মনিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ মোশারফ হোসেন, ডেপুটি ডিরেক্টর স্টুডেন্ট অ্যাফেয়ার্স মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।