Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কিছু কথা কিছু গান’ বইয়ের মোড়ক উন্মোচন

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাসনান আহমেদ রচিত কিছু কথা কিছু গান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম রিজওয়ান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। অলোচনায় অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন কুমার বালা। স্বাগত বক্তব্য প্রদান করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান। লেখক অধ্যাপক ড. হাসনান আহমেদ বলেন, আমি বিদ্যমান সামাজিক-পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থায় দলমত নির্বিশেষে অসীম জীবনের চেতনা ও নিখাদ বাস্তবতা কালির আখরে রেখাঙ্কিত করেছি মাত্র। বিদ্যমান সমাজের অব্যবস্থা, নীতিহীনতা, বাগাড়ম্বরতা, আইন ও নিয়মহীনতা, সামাজিক মূল্যবোধের ধস-নামা অবক্ষয়কে আমি লেখার উপজীব্য হিসেবে গ্রহণ করেছি। লেখাগুলোকে চলমান সময়ের জীবন ও সমাজআলেখ্য হিসাবে গণ্য করলেই আমার লেখার উদ্দেশ্য পরিস্ফুট হবে। প্রধান অতিথি লেখার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, লেখক কাউকে কোনো দোষারোপ না করে সমাজের বাস্তব অবস্থাকে নিখুঁতভাবে তুলে ধরেছেন। আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব শিক্ষাপ্রধানের হাত থেকে অপশক্তির হাতে চলে গেছে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ