Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মাদকাসক্ত স্বামী আটক

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগে তার মাদকাসক্ত স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গুরুতর আহত গৃহবধূ খাদিজা বেগম (৩০)-কে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় এ ঘটনা ঘটে। আটক ওই গৃহবধূর স্বামী ইকবাল হোসেন (৩৮) সাভারের চাঁপাইন এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। খাদিজা বেগম জানায়, শুক্রবার সকালে তার স্বামী ইকবাল তাকে চরিত্রহীন অপবাদ দিয়ে রুটি বানানোর বেলন দিয়ে তার শারা শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। একপর্যায়ে বেলন ভেঙ্গে গেলে বটির হাতল দিয়ে বিভিন্ন স্থানে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তখন ইকবাল তাকে ঘরের ভিতর আটকে রেখে পাশর্^বর্তী একটি ফার্মেসী থেকে জবা আক্তার নামে এক ফার্মাসিস্ট নারীকে ডেকে আনেন। ওই নারী ফার্মাসিষ্ট গৃহবধূর মাথায় ৮/১০ টি সেলাই দেন। খাদিজার বড় বোন জাহেদা বেগম জানায়, খাদিজাকে তার স্বামী ঘরের ভেতর আটকে রেখে নির্যাতন করেছে। সন্ধ্যায় নারী ফার্মাসিষ্টকে বাসায় ডেকে খাদিজার মাথায় সেলাই করানোর পর ওই ফার্মাসিষ্ট ফিরে এসে বিষয়টি আমাদেরকে জানায়। এরপর আমরা ছুটে গিয়ে প্রতিবেশীদের সহায়তায় খাদিজাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এদিকে নিজ স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় দিনব্যাপী ঘরের ভিতর আটকে রেখে নির্যাতনের ঘটনাটি জানা জানি হলে স্থানীয়রা মাদকাসক্ত ইকবালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কামাল হোসেন জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে খাদিজাকে ভর্তি করা হয়েছে। তারা সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তার চিকিৎসা চলছে। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) এস এম কামরুজ্জামান জানান, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় লিখিত অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মাদকাসক্ত স্বামী আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ