Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীসহ মন্ত্রীপরিষদের কোন সদস্য নির্বাচিত নয়, তারা দেশ চালাচ্ছে গায়ের জোরে

বসুরহাটে ব্যারিস্টার মওদুদ

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা : বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন আজ জাতি মহাসংকটে নিমজ্জিত, এই সংকট বর্তমান সরকার সৃষ্টি করেছে। তারা গণতন্ত্র বিশ্বাস করেনা। যদি গণতন্ত্র বিশ্বাস করত গণতান্ত্রিক ভাবে নির্বাচন দিয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্র চালাত। যারা আজ দেশ চালাচ্ছেন তারা প্রধানমন্ত্রীসহ কেউ নির্বাচিত সরকার নয়। তারা বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করেনা, সংবাদপত্র স্বাধীনতা বিশ্বাস করেনা। বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীদের নামে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই সকল নেতা কর্মীরা হামলা মামলার ভয়ে ও পুলিশের গ্রেফতার আতংকে দিন কাটাচ্ছে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট জিরো পয়েন্টের আর.ডি মার্কেটের মাঠে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বিএনপি নেতা হুমায়ুন কবির পলাশ, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, আবদুল মতিন লিটন, ফজলুল কবির ফয়সাল, জাহেদুর রহমান রাজন প্রমুখ।
ব্যারিস্টার মওদুদ আরো বলেন নির্বাচন কমিশন পূর্ণ গঠন করে নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন কমিশন গঠনে যে ফরমুলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহামান্য রাষ্ট্রপতির নিকট পেশ করেছেন তা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ