Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাইয়ে জোরে গাড়ি চালানোর বিরুদ্ধে পুলিশি অভিযান

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুবাই শহরের সোজা এবং লম্বা লম্বা রাস্তাগুলোতে যারা প্রায় ২০০ মাইল গতিতে গাড়ি চালায় এবং একে অপরের সাথে রেসিংয়ে প্রতিযোগিতা করে- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ। যারা তীব্র গতিতে গাড়ি চালাতে ভালোবাসে- এদের জন্য আরব আমিরাতের দুবাই শহরের রাস্তাগুলো খুব প্রিয় জায়গা। এখানে তারা ভীষণ জোরে গাড়ি চালানোর আগে রাম্বার প্লেটগুলো খুলে নেয়- যাতে তাদের ধরা কঠিন হয়। কিন্তু পুলিশ এখন এদের বিরুদ্ধে মাঠে নেমে গত কয়েকদিনে ৮১টি গাড়ি আটক করেছে। এসব গাড়ি যারা চালাচ্ছিল তাদের প্রত্যেককে ১ লাখ দিরহাম, বা প্রায় ২৭ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। এর ওপর গাড়ির মালিকদের দিতে হবে আরো ৫০ হাজার দিরহাম জরিমানা। দুবাই পুলিশের প্রধান বলেছেন, এসব গাড়ির কোনো কোনোটি ঘণ্টায় ১৯৬ মাইল গতিতে চলছিল। দুবাইয়ের দৈনিক খালিজ টাইমস বলছে, এসব গাড়ির মালিকরা তিন মাসের মধ্যে জরিমানা না দিলে পুলিশ গাড়িগুলো বিক্রি করে দিতে পারবে। বিলাসবহুল দামি গাড়ি দুবাইয়ে খুবই জনপ্রিয়। এমনকি পুলিশও এ শহরে ল্যাম্বরগিনি, পোর্শা, অ্যাস্টন মার্টিনের মতো দামি গাড়ি চালায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাইয়ে জোরে গাড়ি চালানোর বিরুদ্ধে পুলিশি অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ