Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানকে গুড়িয়ে সেমিতে বাংলাদেশ

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে গুড়িয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিলো বাংলাদেশ। গতকাল ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে ‘বি’ গ্রæপের ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে বাংলাদেশ ৬-০ গোলে বিধ্বস্ত করে আফগানদের। প্রথমার্ধে বিজয়ীরা ৪-০ গোলে এগিয়ে ছিলো। সাবিনা হ্যাটট্রিকসহ পাঁচটি এবং অপর গোলটি করেন স্বপ্না। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ চারের টিকিট কাটল লাল-সবুজরা। কারণ তিন দলের গ্রæপে এটা আফগানিস্তানের দ্বিতীয় হার। গত মঙ্গলবার প্রথম ম্যাচে তারা ১-৫ গোলে হেরেছিলো স্বাগতিক ভারতের কাছে।
যুদ্ধবিধ্বস্ত দেশটির বিপক্ষে বরাবরই ভালো ফল করে বাংলাদেশ দল। ২০১৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফের তৃতীয় আসরে প্রথমবার আফগানিস্তানের মোকাবেলা করেছিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচে লাল-সবুজরা জিতেছিল ৬-১ গোলে। ওই ম্যাচে কৃষ্ণা রাণী সরকার হ্যাটট্রিক করেন। এ ছাড়া মাইনু মার্মা, সাবিনা খাতুন ও মুনমুন আক্তার একটি করে গোল করেছিলেন। যদিও বর্তমানে আমেরিকান মহিলা কোচ কেলি লিন্ডসের অধীনে প্রশিক্ষণ নিয়ে বেশ উন্নতি করেছে আফগানিস্তান মহিলা দল। তারপরও কাল সহজ জয় তুলে নিতেই মাঠে নামে সাবিনা বাহিনী। শেষ পর্যন্ত তারা তা পেয়েও যায়। দু’বছর আগের ব্যবধানেই জয় আসে। তবে কোনো গোল হজম করতে হয়নি বাংলাদেশকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœক ফুটবল উপহার দেয় বাংলাদেশ মহিলা দল। একের পর এক আক্রমণে তারা আফগান রক্ষণদূর্গে ঝাঁপিয়ে পড়ে। ফলে গোল পেতে অপেক্ষায় থাকতে হয়নি কোচ গোলাম রব্বানী ছোটনের দলকে। ম্যাচের ৬ মিনিটে সাবিনা গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন (১-০)। ১৫ মিনিটে এই সাবিনাই ব্যবধান বাড়ান (২-০)। আর ম্যাচের ৪০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক (৩-০)। তারপরও যেন গোলক্ষুধা কমেনা সাবিনার। প্রথমার্ধে আরও একটি গোল করেন তিনি। ৪৪ মিনিটে নিজের ও দলের চতুর্থ গোলটি আসে সাবিনার পা থেকেই (৪-০)। চার গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় বাংলাদেশ। এবারও কারিশমা সেই গোলমেশিন সাবিনার। ৪৮ মিনিটে তিনি নিজের ও দলের পক্ষে পঞ্চম গোলটি করলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বড় জয় আসছে (৫-০)। তবে অদৃশ্য কারণে ধীরে ধীরে আক্রমণের ধার কামাতে থাকে বাংলাদেশ। এসময় তারা নিজেদের রক্ষণভাগ সামলে আফগান সীমানায় আক্রমণ সানালেও আধঘণ্টারও বেশী সময় আর কোনো গোল পায়নি লাল-সবুজরা। অবশেষে গোল আসে। ম্যাচের ৮২ মিনিটে স্বপ্না ষষ্ঠ গোল করলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয় (৬-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়েন সাবিনা-কৃষ্ণারা। গ্রæপ সেরা হওয়ার ম্যাচে আগামীকাল ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।

স্কোর কার্ড
বাংলাদেশ-নিউজিল্যান্ড, ২য় ওয়ানডে
টস : বাংলাদেশ, সেক্সটন ওভাল (নেলসন)
নিউজিল্যান্ড ইনিংস রান বল ৪ ৬
গাপটিল এলবি ব মাশরাফি ০ ৪ ০ ০
লাথাম এলবি ব সাকিব ২২ ৩৫ ৪ ০
উইলিয়ামসন ক সাকিব ব তাসকিন ১৪ ৩৫ ২ ০
ব্রæম অপরাজিত ১০৯ ১০৭ ৮ ৩
নিশাম স্ট্যাম্প ব মোসাদ্দেক ২৮ ৩১ ৩ ১
মুনরো বোল্ড মাশরাফি ৩ ৭ ০ ০
রনকি ক তানবির ব তাসকিন ৩৫ ৩৮ ৪ ১
স্যান্টনার ক মাশরাফি ব শুভাশীষ ৯ ১৭ ০ ০
সাউদি ক নুরুল ব সাকিব ৩ ৭ ০ ০
ফার্গুসন ক নুরুল ব মাশরাফি ৪ ৭ ১ ০
বোল্ট রানআউট (তাসকিন) ১২ ১২ ২ ০
অতিরিক্ত (বা ১, লেবা ৭, ও ৪) ১২
মোট (অলআউট, ৫০ ওভার) ২৫১
উইকেট পতন : ১-০ (গাপটিল), ২-৩৭ (উইলিয়ামসন), ৩-৪৭ (লাথাম), ৪-৯৮ (নিশাম), ৫-১০৭ (মুনরো), ৬-১৭১ (রনকি), ৭-১৯৮ (স্যান্টনার), ৮-২১৪ (সাউদি), ৯-২২৮ (ফার্গুসন), ১০-২৫১ (বোল্ট)।
বোলিং : মাশরাফি ১০-১-৪৯-৩, শুভাশীষ ১০-১-৪৫-১, তাসকিন ১০-১-৪৫-২, সাকিব ১০-০-৪৫-২, তানবির ৮-০-৪৭-০, মোসাদ্দেক ২-০-১২-১।
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
তামীম ক লাথাম ব সাউদি ১৬ ২৩ ৩ ০
ইমরুল ক ব্রæম ব সাউদি ৫৯ ৮৯ ৬ ০
সাব্বির রানআউট (রনকি) ৩৮ ৪৯ ২ ৩
মাহমুদুল্লাহ বোল্ড ফার্গুসন ১ ১০ ০ ০
সাকিব ক ব্রæম ব উইলিয়ামসন ৭ ১০ ১ ০
মোসাদ্দেক ক নিশাম ব উইলিয়ামসন ৩ ৮ ০ ০
তানবির স্ট্যাম্প ব স্যান্টনার ২ ৫ ০ ০
নুরুল ক রনকি ব বোল্ট ২৪ ৩১ ১ ১
মাশরাফি ক উইলিয়ামসন ব বোল্ট ১৭ ১৯ ২ ১
তাসকিন স্ট্যাম্প ব স্যান্টনার ০ ৪ ০ ০
শুভাশীষ অপরাজিত ১ ৯ ০ ০
অতিরিক্ত (বা ১, লেবা ৪, ও ১০, নো ১) ১৬
মোট (অলআউট, ৪২,৪ ওভার) ১৮৪
উইকেট পতন : ১-৩০ (তামীম), ২-১০৫ (সাব্বির), ৩-১১২ (মাহমুদুল্লাহ), ৪-১২৮ (সাকিব), ৫-১৩৪ (মোসাদ্দেক), ৬-১৩৬ (ইমরুল), ৭-১৪১ (তানবির), ৮-১৬২ (মাশরাফি), ৯-১৭৫ (তাসকিন), ১০-১৮৪ (নুরুল)।
বোলিং : বোল্ট ৮.৪-০-২৬-২, সাউদি ৯-১-৩৩-২, মুনরো ২-০-১২-০, ফার্গুসন ৮-০-৫৩-১, স্যান্টনার ৮-১-২০-০, নিশাম ২-০-১৩-০, উইলিয়ামসন ৫-০-২২-৩।
ফল : বাংলাদেশ ৬৭ রানে পরাজিত।
ম্যান অব দ্য ম্যাচ : নেইল ব্রæম (নিউজিল্যান্ড)।
সিরিজ : ৩ ম্যাচে নিউজিল্যান্ড ২-০তে এগিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ