Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ গণমানুষের প্রাণের অনুষ্ঠান ইত্যাদি

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে গণমানুষের প্রাণের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এবারের ইত্যাদির পর্ব ধারণ করা হয়েছে উত্তরাঞ্চলের প্রাচীন জেলা ও সীমান্তবর্তী শহর দিনাজপুরে। গত ১৮ই ডিসেম্বর অনুষ্ঠানটি ধারণ করা হয় দিনাজপুরের প্রাচীন ও ঐতিহাসিক কুঠিবাড়ির সামনে, যা বর্তমানে বিজিবি সেক্টর হেডকোয়ার্টার। শিকড় সন্ধানী ইত্যাদিতে সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষ খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকাÐ তুলে ধরা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের পর্বে দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ঢাকা জেলার ধামরাইয়ের শিক্ষা তাপস নরেশ চন্দ্র অধিকারীর উপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। শিক্ষাদান যার কাছে যতটা পেশা, তার চেয়ে অনেক বেশি ব্রত। রয়েছে গাজীপুর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তিতাসের উপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। রয়েছে কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের জান্নাতুল বকেয়া মামুণির উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। এরই মধ্যে যে মেয়েটি নেতৃত্বদান, নিয়মানুবর্তিতা, দরিদ্রবান্ধব কর্মসূচিসহ নানা কাজে হয়ে উঠেছে আদর্শস্থানীয়া। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জন্মান্ধ ভ্যানচালক মহাসিন আলী ও তার পরিবারের উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। এছাড়াও রয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক ফ্যান পেজের উপর একটি আকর্ষণীয় পর্ব। এ উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের সঙ্গে রয়েছে হানিফ সংকেতের একটি ভিন্নধর্মী সাক্ষাৎকার। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে তুরস্কের বসফরাস সেতুর উপর। ইত্যাদির মূল গান রয়েছে একটি। বিজয়ের মাস উপলক্ষে দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু, গেয়েছেন শিল্পী এ্যান্ড্রু কিশোর। এছাড়াও ইত্যাদি নির্মিত এবং ইত্যাদিতে প্রচারিত একটি জনপ্রিয় দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন দিনাজপুরের অর্ধশতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। দিনাজপুর ও বর্ডার গার্ড বাংলাদেশ’কে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে একটি নাট্যাংশে তারা অভিনয় করেন। দীর্ঘদিন পর শিল্পী আরিফুল হককে এবার দেখা যাবে ইত্যাদির পর্দায়। তিনি বিদেশে বসবাস করেন এবং কয়েক বছর পর পর বাংলাদেশে আসেন। প্রতিবারই ইত্যাদির মাধ্যমে দর্শকরা এই জনপ্রিয় শিল্পীর অভিনয় দেখতে পান। এবারও দেশে এসে স্বল্পসময় অবস্থান করলেও তিনি তার প্রিয় ইত্যাদিতে অভিনয় করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর খ্যাতিমান অভিনেতা মাসুদ আলী খানও আবার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন ইত্যাদির এবারের একটি পর্বে। নিয়মিত পর্ব হিসেবে এবারো রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস ও তীক্ষè নাট্যাংশ। বনভোজনে যুগের হাওয়া, অচেতন ব্যক্তির সচেতনতা, দায়িত্বজ্ঞান, প্রত্যাশার বিপরীত প্রাপ্তি, অশিক্ষার কুফল, একাল ও সেকালের কথা, চামচা হইতে সাবধানসহ বিভিন্ন সা¤প্রতিক বিষয়ের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারো ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা সরকার ও মামুন মোহাম্মদ। সব শ্রেণী পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইত্যাদি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ