Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেড়া জমিদার বাড়িতে ধারণকৃত ইত্যাদির পুনঃপ্রচার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

আজ রাত ৮টা ৫০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন মহেড়া জমিদার বাড়িতে ধারণকৃত ইত্যাদি। জমিদার বাড়ির সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে হাজার হাজার দর্শক নিয়ে এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৩ সালের নভেম্বর মাসে। বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। মহেড়া জমিদার বাড়ির ইতিহাস ও প্রয়াত দানবীর রায় বাহাদুর রণদাপ্রসাদ সাহা’র প্রতিষ্ঠিত বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের উপর প্রতিবেদনের পাশাপাশি এই অনুষ্ঠানে রয়েছে মুন্সিগঞ্জ জেলার টঙ্গী বাড়ি থানার দোতরাপয়সা গ্রামের মোহাম্মদ শরীফ এবং লক্ষ্মীপুর জেলার সদর থানার ৬ নম্বর ভাঙ্গা খাঁ ইউনিয়নের মোহাম্মদ মহিউদ্দিনের উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যারা জয় করেছেন তাদের অক্ষমতাকে। গ্রীণ সেভার্স নামের একটি প্রতিষ্ঠানের কর্মকা-ের উপর রয়েছে একটি অনুকরণীয় পরিবেশ সচেতনতামূলক প্রতিবেদন। যে প্রতিষ্ঠানের অধিকাংশ সদস্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। ‘আমাদের গরজে-আপনার খরচে’ এই শ্লোগান দিয়ে তারা শহরের বাড়িতে বাড়িতে পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে অল্প খরচে ফুল-ফল, সবজি বাগান করে দেয় এবং পরিচর্যা করার পরামর্শ দেয়। ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন শিল্পী এ্যান্ড্রু কিশোর। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু। আর একটি গান গেয়েছেন জনপ্রিয় অভিনয় তারকা চঞ্চল চৌধুরী ও তারিন। রাজকন্যার সঙ্গে একজন উদাস কবির প্রেম প্রসঙ্গ নিয়ে রচিত এই গানটিও লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রুপু। গানটি চিত্রায়ন করা হয় মহেড়া জমিদার বাড়ির বিভিন্ন মনোরম লোকেশানে। অনুষ্ঠানে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র, দর্শকপর্ব ইত্যাদি নিয়মিত পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইত্যাদির পুনঃপ্রচার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ