Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

রামগঞ্জে অগ্নিকান্ডে দিন মজুরের বসতঘর ভস্মীভূত

লক্ষ্মীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০০ পিএম

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের সিরুন্দী মিজি বাড়িতে রবিবার রাত সাড়ে ৮ টায় মোহাম্মদ হোসেন নামের এক দিনমজুরের বসতঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়৷ রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন৷

সুত্রে জানা যায়, উপজেলার সিরুন্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে রামগঞ্জ মাইসা ষ্টোরের কর্মচারি মোহাম্মদ হোসেন তার বসতঘরে তালা মেরে পবিরারের সবাইকে নিয়ে বেড়াতে যায়। রবিবার রাতে তালাবদ্ধ ঘরে হঠাৎ আগুন লেগে অল্প সময়ের মধ্যে পুরু ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়৷ এর ৫দিন আগেও তার টয়েলটি রাতে আধাঁরে কে বা কাহারা আগুন দিয়ে পুড়ে দেয়৷

এলাকাবাসী এ ঘটনাটি ষড়যন্ত্র দাবী করে বলেন, ছয় মাস আগে হোসেন দ্বার দেনা করে টিন দিয়ে করা ঘরটি তালাবদ্ধ অবস্থায় হঠাৎ একই সময় চারদিক থেকে আগুন লেগে ২০/২৫ মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়৷ তাঁরা আরো বলেন, কিছু মাদকসেবী ও জুয়াড়ি প্রায় সময় রাতের বেলায় ঘরের পাশ্ববর্তী নির্জন স্থানে আড্ডায় বসতো৷ এসব মাদক সেবীরা তাদের প্রতিবন্ধকতা মনে করে এ ঘটনাটি ঘটাতে পারে বলে তারা মনে করছেন৷

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভস্মীভূত

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ