Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিহারে লালুপ্রসাদ যাদবের মোদিবিরোধী আন্দোলন

নোট বাতিল ইস্যুতে আরজেডি’র অবস্থান কর্মসূচি

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের বিহারে সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ আন্দোলনের সূচনা করলেন। ভারতে ৫শ’ ও ১ হাজার টাকার নোট বাতিল ইস্যুতে বুধবার বিহারের পাটনার গর্দনিবাগে আরজেডি’র পক্ষ থেকে মহাধর্না-অবস্থানে শামিল হয়ে লালুপ্রসাদ ওই আন্দোলনের ডাক দেন। তিনি ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’-এর পাশাপাশি ‘বিজেপি ভাগাও, ভারত বাঁচাও’ সেøাগানও দেন। লালুপ্রসাদ যাদব বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে ছারখার করে দিয়েছেন। তার সিদ্ধান্তে দেশ অর্থনৈতিক দাসত্বের দিকে যাচ্ছে। তিনি স্বৈরশাসকের ভূমিকা পালন করছেন। বিদেশি ব্যাংকে জমা থাকা কালো টাকা উদ্ধার করে লোকেদের ১৫ লাখ টাকা করে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার নিছক প্রতারণা। কমে আসছে দেশের জিডিপিতে। নোট বাতিলের ফলে ব্যাংক থেকে যদি মাত্র ২৪ হাজার টাকা তোলা যায় তাহলে মানুষ তাদের সন্তানদের কীভাবে প্রতিপালন করবে? সুরাটে হীরা কাটিং করার কাজে নিযুক্ত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় বিয়ে-শাদি অনুষ্ঠানও বন্ধ হয়ে গেছে। লালুপ্রসাদ যাদব মানুষকে ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পাটনায় এ নিয়ে খুব শিগগিরই একটি বড় সমাবেশ করা হবে। নোট বাতিলের ফলে গোটা দেশে মানুষ দুর্ভোগে আছে। এ সিদ্ধান্ত দরিদ্র এবং কৃষকবিরোধী। প্রধানমন্ত্রী দেশের সঙ্গে প্রতারণা করেছেন।’ উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিহারের মতো পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হবে বলেও লালুপ্রসাদ যাদব মন্তব্য করেন। নিউজ এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুখ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ