পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
বাংলাদেশে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিকমানের সাইক্লিং প্রতিযোগিতা ফরচুন ট্যুর ডি বাংলাদেশ। ট্যুর ডি ফ্রান্সের আদলে এই প্রতিযোগিতা বাস্তবায়নের চিন্তাটি ছিল বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের। প্রথম দিনে সকাল ৮টা ২৫ মিনিটে বাগেরহাট জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে প্রায় ৫৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে সাইক্লিস্টরা গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে রেস শেষ করেন সকাল ১০টা ৬ মিনিটে। পরের দিন সকাল আটটায় এটি আবার শুরু হয় গোপালগঞ্জ থেকে। কোটালীপাড়া হয়ে ৮৭ কিলোমিটার রাস্তা পেরিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসে শেষ হয় প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ। সর্বশেষ ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হয় ফাইনাল রেস। গুলশান, রামপুরা, মগবাজারের পাশ ঘেঁষে সাত চক্কর দেওয়ার পর ৫২ কিলোমিটারের রেসটি শেষ হয়। মোট ১৯৪ কিলোমিটার অতিক্রম করে তিনধাপ মিলিয়ে চ্যাম্পিয়ন হন বিজিবির সাইক্লিস্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম। ১ম রানার আপ হন তারই বিজিবি সতীর্থ রিপন কুমার বিশ্বাস এবং ২য় রানার আপ হন সেনাবাহিনীর আলমগীর হোসেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।