Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়দের ‘বড়দিনে’ চেলসির রেকর্ড

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের বক্সিং ডে ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে বড় দলগুলো। তবে বোর্নমাউথের বিপক্ষে চেলসির ৩-০ গোলের জয়কে রাখতে হচ্ছে আলাদা আসনে। এই জয়ে পরিষ্কারভাবে টেবিলে সাত পয়েন্টে তো এগিয়ে গেলই সাথে লিগে টানা ১২ ম্যাচ জয়ের ক্লাব রেকর্ড গড়েছে আন্তোনিও কোন্তের দল। ১৪ বছর আগে আর্সেনালের গড়া টানা জয়ের লিগ রেকর্ড থেকে এখন মাত্র এক ম্যাচ দূরে বøুরা।
চেলসির দুই প্রাণভোমরা মাঝমাঠে এনগোলে কোন্তে ও ডি বক্সের নায়ক ডিয়াগো কস্তা নিষেধাঞ্জার কারণে এদিন ছিলেন না। তাতেও জয়রথ থামেনি ২০১৪/১৫ মৌসুমের চ্যাম্পিয়নদের। পরশু ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সেস ফেব্রিগাসের বাড়ানো বল দুর্দান্ত শটে জালে পাঠান আরেক সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড পেদ্রো। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান এডেন হ্যাজার্ড। যোগ করা সময়ে পেদ্রোর শট বোর্নমাউথ ডিফেন্ডার স্টিভ কুকের পায়ে লেগে জালে জড়ালে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
আর্সেনালের পাশে বসতে স্ট্যামফোর্ড ব্রিজেই পরের ম্যাচে দুর্বল স্টোক সিটিকে হারাতে হবে অ্যান্তোনিও কোন্তেকে। পরের ম্যাচে টটেনহামের বিপক্ষে জয় তাদেরকে এনে দেবে প্রিমিয়ার লিগে টানা জয়ের নতুন রেকর্ড। কোন্তে অবশ্য রেকর্ড নয়, চান শিরোপা, ‘এ ব্যাপারে কিছু বলতে হলে বলব, আমি লিগের শেষ ম্যাচ পর্যন্ত জিততে চাই। কিন্তু জানি এটা মোটেও সহজ হবে না।’ দলের খেলোয়াড়দের মনোভাবেও সন্তুষ্ট এই ইতালীয় কোচ, ‘দলের খেলোয়াড়দের একাগ্রতা দেখে ভালো লাগছে। জয়ের উগ্র নেশা নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। টানা ১২ ম্যাচ জয় মোটেও সহজ নয়। সাফল্যটা দারুণ, কিন্তু এটা ধরে রাখা বেশি কঠিন।’
জয় পেয়েছে ম্যানচেস্টারের দুই দল ও আর্সেনালও। তবে আবারো ঘরের মাঠে হেরে বসেছে চ্যাম্পিয়ন লেস্টার সিটি। অবনমন অঞ্চল থেকে এখন মাত্র দুই ধাপ উপরে গেল মৌসুমে বিস্ময় উপহার দেয়া ক্লাদিও রেনিয়েরির দল। এভারটনের বিপক্ষে তাদের হারটা ছিল ২-০ গোলের। তিন ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় এদিন ছিলেন না লেস্টার তারকা জেমি ভার্ডি।
হাল সিটির মাঠে ম্যানচেস্টার সিটির পক্ষে ৩-০ ব্যবধানের স্কোরলাইন সহজ জয়ের কথাই বলে। আদতে ম্যাচটি তেমন ছিল না। গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। ইয়াইয়া তোরের পেনাল্টি গোলের ছয় মিনিট পর ব্যাধান বাড়ান ইহেনাচো। যোগ করা সময়ে আত্মঘাতি গোলে বড় জয় নিশ্চিত হয় পেপ গার্দিওলার দলের। এই জয়ে সাত পয়েন্ট পিছিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা। তবে গেল রাতে স্টোক সিটিকে হারিয়ে আবারো দুইয়ে ফেরার সুয়োগ ছিল লিভারপুলের সামনে।
লিগে টানা চতুর্থ জয় পেয়েছে ম্যানচেস্টার ইনাইটেডও। অনেক দিন পর এদিন আধিপত্য বজায় রেখে খেলতে দেখা গেছে রেড ডেভিলদের। তবে সান্ডারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগ পর্যন্ত দিলাই বøাইন্ডের একমাত্র গোলেই সন্তুষ্ঠ থাকতে হয় হোসে মরিনহোর দলকে। এরপর ৩-১ গোলের জয়ের পথে স্কোরবোর্ডে নাম লেখান জøাতান ইব্রাহিমোভিচ ও আর্মেনিয়ান মিডফিল্ডার এনরিক মিখিতারিয়ান।
ঘরের মাঠ আনফিল্ডে ওয়েস্ট ব্রæমের বিপক্ষে আর্সেনালের জয়টি অবশ্য এসেছে অনেক কাঠখড় পুড়িয়ে। নির্ধারিত সময়ের চার মিনিট আগ পর্যন্ত স্কোলাইন ছিল গোলশূন্য। ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুদের হেডার কাক্সিক্ষত তিন পয়েন্ট এনে দেয় গানারদের। ৩৭ পয়েন্ট নিয়ে চারেই আছে আর্সেন ওয়েঙ্গারের দল।

এক নজরে ফল
ওয়াটফোর্ড ১-১ ক্রিস্টাল প্যালেস
আর্সেনাল ১-০ ওয়েস্ট ব্রæম
বার্নলি ১-০ মিডিলসব্রো
চেলসি ৩-০ বোর্নমাউথ
লেস্টার ০-২ এভারটন
ম্যান ইউ ৩-১ সান্ডাল্যান্ড
সোয়ানসি ১-৪ ওয়েস্ট হাম
হাল ০-৩ ম্যান সিটি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেকর্ড

৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ