Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরোনো রুপে লঙ্কানরা

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় ১০ টেস্টের আটটিতেই হার শ্রীলঙ্কার। এই অবস্থা থেকে কাটিয়ে উঠবে কি উল্টো আবারো সেই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পথে তারা। প্রথম ইনিংসে স্বাগতিকদের তিনশ’র নিচে আটকে দিয়ে নিজেদের দায়ীত্বটা ঠিকমতোই পালন করেছিল লঙ্কান বোলাররা। কিন্তু ব্যাটিং ব্যার্থতায় ঢাকা পড়ে যাচ্ছে বোলারদের সাফল্য। দ্বিতীয় দিনে প্রটিয়াদের ২৮৬ রানের জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত সাত উইকেটে ১৬৯ রান করেছে এঞ্জেলো ম্যাথিউসের দল। দিনের খেলা তখনও ২৪ ওভার বাকি।
পোর্ট এলিজাবেথের পিচ প্রথম দিনে নিয়েছিল ছয় উইকেট। গতকাল দ্বিতীয় দিনে প্রথম সেশনেই তুলে নেয় ৫৬ রানে সাত উইকেট। ছয় উইকেটে ২৬৭ রান নিয়ে দিন শুরু করা ফাফ ডু প্লেসিস বাহিনী গুটিয়ে যায় মাত্র ১৯ রান যোগ করে। ৩২ টেস্টের খ্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেন সুরাঙ্গা লাকমল (৫/৬৩)। দু’টি করে নেন নুয়ান প্রদিপ ও রঙ্গনা হেরাথ। জবাবে মাত্র ২৩ রানেই শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারায় লঙ্কানরা। স্বাগতিক পেসারদের বোলিং তোপে দাঁড়াতে পারছেন না কেউই। কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন ম্যাথিউস (৩৯) ও চান্দিমাল (২৮)। কিন্তু ২৭ রানের ব্যবধানে দুজনই ফিরলে ছয় উইকেটে ১২১ রানে পরিণত হয় সফলকারীরা। একমাত্র ভরসা হয়ে এখন ব্যাটে আছেন ধনঞ্জয়া ডি সিলভা (৩২*)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ