Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫০ পিএম

বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার ভেকটমারী গ্রামের পিযুশ কান্তী মন্ডলের পুত্র ভূষণ মন্ডল(৫২) । আজ শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ভুষন মন্ডল ওই সময় বাবুর বাড়ি এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ‌। এমন সময় বেপরোয়া গতিতে ছুটে আসা খুলনাগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৪৫-৮৯৯২) ভূষন মন্ডল এবং একটি ব্যাটারি চালিত ভ্যান কে সজোরে ধাক্কা দেয় । এতে প্রাইভেট কার ও ভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং পাঁচজন গুরুতর আহত হয় । আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক ভূষণ মন্ডলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ