Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাসড়কে প্রাণ গেল ট্রাক হেলপারের

লোহাগাড়া চট্টগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৮ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. মফিজুল ( ৩৪) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন ।


শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি মিটার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপার মফিজুল ভোলা চরফ্যাশনের এলাকার বাসিন্দা।


আহতরা হলনে, আবদুল মান্নান (৩৫), মো. সোলাইমান (৩০), মো. রবিউল(২৭) মো. মামুন(২৫)।


প্রত্যক্ষদর্শীরা জানান কক্সবাজারমুখি শাহ আলী পরিবহণের সাথে বিপরীতমুখি প্যারাগন ট্রান্সপোর্টের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয় ।


এসময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ এসেছে।


দোহাজারী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. খান মোহাম্মদ এরফান ইনকিলাব কে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে।


নিহত ট্রাক হেলপারের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। লাশ ময়না তদন্তে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ