Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি রাস্তায় বসে পড়লে আইনগত ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩২ পিএম

রাজনৈতিক কর্মসূচির নামে যদি বিএনপি রাস্তায় বসে পড়ার চেষ্টা করে, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ব‌লে হু‌শিয়া‌রি দি‌য়ে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে মালিবাগে অপরাধ তদন্ত বিভাগ(সিআই‌ডি‌তে) মা‌নি লন্ডা‌রিং ও ফি‌না‌ন্সিয়াল ক্রাইম ইন‌ভে‌স্টিগেশন প্রশিক্ষ‌নের সমাপনী অনুষ্টা‌ন শে‌ষে সাংবা‌দিক‌দের তি‌নি এ কথা ব‌লেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা অর্থ পাচা‌রের স‌ঙ্গে জ‌ড়িত তা‌দের‌কে শনাক্ত ক‌রে আই‌নের আওতায় নি‌য়ে আসা হ‌চ্ছে।


এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ১১ ফেব্রুয়ারি বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি ও জামায়াতের অনুমতি চাওয়াসহ সার্বিক বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্য দলও আছে তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ