পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন ছাড়া এ দেশে কোনো দিন ক্ষমতার পরিবর্তন হবে না, বিএনপি ষড়যন্ত্র বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চান, এদেশে তা অসম্ভব। এ বিষয়টি দেশের জনগণও জানে এবং বুঝতে পারেছে। তাই বিএনপি সকল ষড়যন্ত্র ছেড়ে নির্বাচনে আশা উচিত। যদি তারা বর্জন করে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। তারা যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমি একজন রাজনৈতিক মানুষ হিসেবে মনেকরি তারা নিশ্চয়ই নির্বাচনে আসবে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে হ্যালো পুলিশ মানিকগঞ্জের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি বিভিন্ন কর্মসূচির নামে প্রত্যেক জেলায় বিভাগে বিশাল বিশাল জনসভা করছে। এখন তারা মানুষের রাস্তা ঘাট বন্ধ করে দিয়ে পদযাত্রা শুরু করেছে । আমরা তাদের কোনো কর্মসূচিতে বাধা দিচ্ছি না।
মন্ত্রী বলেন, কোভিড, জঙ্গি দমন অগ্নিসন্ত্রাস দমনে অনেক পুলিশ শাহাদাত বরণ করেছে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে আহŸান করেছিলেন, সেই পুলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে জনগণের বঙ্গবন্ধুতে পরিণত হয়েছেন।
মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. রমজান আলী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।