Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ স্বজনের লাশ সামনে নিয়ে বুকফাটা আর্তনাদ আহমেদ ইদ্রিসের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২০ এএম

একটি-দুটি নয়, চোখের সামনে পড়ে আছে ২৫ স্বজনের মরদেহ। ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় মুহূর্তেই লণ্ডভণ্ড আহমেদ ইদ্রিসের পরিবার। স্বজন হারানো আহমেদের বুকফাটা আর্তনাদে ভারি হাসপাতালের বাতাস। গতকাল বুধবার তাকে দেখা গেল ইদলিব প্রদেশের সারাকিব শহরের একটি মর্গে।

সিরিয়ায় চলমান একযুগের গৃহযুদ্ধে বসতঘর হারিয়েছিলেন আহমেদ। স্ত্রী-সন্তানদের নিরাপদ আশ্রয় দিতে পাড়ি জমিয়েছিলেন সারাকিবে। অথচ ভাগ্য কেড়ে নিল পুরো পরিবারকেই।

প্রাণে বেঁচে যাওয়া আহমেদ ইদ্রিস বলেন, ‘মেয়ে-নাতিকে হারিয়েছি। আমার স্ত্রীর পরিবারের কেউই বেঁচে নেই’।
তিনি আরও বলেন, ‘মোট ২৫ জন স্বজন হারিয়েছি। যুদ্ধ থেকে পালিয়ে একটু নিরাপদে বেঁচে থাকতে স্ত্রী-সন্তান নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়েনি’।

তবে এ ধরনের ঘটনা শুধু আহমেদের ক্ষেত্রে ঘটেনি, তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলগুলোর প্রায় সব পরিবারেই এখন একই চিত্র। মরদেহের তালিকা যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে স্বজন হারানোর আর্তনাদ।
এখনও অনেকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন আপনজনদের। সময় যত গড়াচ্ছে, ততই কমছে তাদের জীবিত ফিরে পাওয়ার আশা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ