নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লক্ষ্যভেদের খেলার মতো পড়ালেখাতেও চ্যাম্পিয়ন হয়েছেন দেশসেরা নারী আরচ্যার দিয়া সিদ্দিকী। বুধবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দিয়া পেয়েছেন জিপিএ-৫। তিনি বাংলা ও ইংরেজিতে ‘এ’ এবং অন্য পাঁচ বিষয়ে পেয়েছেন ‘এ’ প্লাস। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন দিয়া। টোকিও অলিম্পিকের আরচ্যারিতে নারী রিকার্ভ এককে চূড়ান্ত পর্বে খেলেছিলেন দিয়া সিদ্দিকী। এদিকে দেশের জাতীয় নারী ফুটবল দলের তিন ফুটবলারও এবারের এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন। এরা হলেন-ডিফেন্ডার আঁখি খাতুন, শামসুন্নাহার সিনিয়র, রিতুপর্ণা চাকমা। আখি ও রিতু ‘এ’ গ্রেড পেয়ে পাশ করেছেন। শামসুন্নাহার সিনিয়র ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হন। সাফ অনুর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলছেন রেহানা আক্তার। ‘এ’ গ্রেড পেয়ে তিনিও এইচএসসি পাশ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।