নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শৃংখলাভঙ্গের কারণে প্রায় দেড় মাস আগে নিষিদ্ধ হয়েছেন দেশসেরা আরচ্যার রোমান সানা। দেরীতে হলেও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের কাছে নিজের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছেন তিনি। চলতি মাসের শুরুর দিকেই এই আবেদন করেন সানা। তবে তার সেই আবেদনের প্রেক্ষিতে কোন প্রতিক্রিয়া জানায়নি আরচ্যারি ফেডারেশন। রোমান সানার শাস্তি মওকুফের আবেদন পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। এ প্রসঙ্গে রোববার তিনি বলেন, ‘রোমান সানার শাস্তি মওকুফের আবেদন আমরা পেয়েছি। তার দেওয়া পত্রের ব্যাপারে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হবে।’ তবে জানা গেছে, গত নভেম্বর মাসের পর কার্যনির্বাহী কমিটির সভা আর হয়নি। এ ব্যাপারে চপল বলেন, ‘অনেকগুলো ইস্যু নিয়ে কার্যনির্বাহী কমিটির সভা হয়। দুয়েকটি ইস্যুর জন্য সাধারণত সভা ডাকা হয় না। তাই আরও কিছু এজেন্ডা জমা হওয়ার পরেই আমরা সভা ডাকবো।’ শৃংখলাভঙ্গ জনিত কারণে গত নভেম্বরে দুই বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক আসর থেকে নিষিদ্ধ হন রোমান সানা। ফলে টঙ্গিস্থ আরচ্যারি ক্যাম্পে থাকতে না পেরে এখন নিজের সংস্থা বাংলাদেশ আনসারের ক্যাম্পে রয়েছেন তিনি। এ সময় যাতে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় অনুশীলন যন্ত্রপাতি দেওয়া হয়েছে তাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।