বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোফটা এলাকায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিরাজ ও নুরনবী নামে দু’জন নিহত হয়েছে। সিরাজ পিকআপের হেলপার ও নুরনবী ইটভাটার শ্রমিক। তারা দুজনেই ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ইটবোঝায় পিকআপটি দ্রুত বেগে লক্ষ্মীপুর দিকে যাওয়ার পথে বিপরীত দিকে থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি হলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সাথে ধাক্কা লাগে, এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে দু’জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলে উদ্দিন জানান, পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।