Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার শিবগঞ্জ রায়নগরে নারী ইউপি সদস্যের জবাই করা মৃতদেহ উদ্ধার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১২ পিএম

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সাবেক ইউপি নারী সদস্য নার্গিস আরা বেগম (৫৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত নারী সদস্য উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদের ফকির এর স্ত্রী।
রোববার বিকাল ৪টার দিকে স্থানীয়া নিহতর শয়ন কক্ষে মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, নিহত নার্গিস আরা বগুড়া উপশহর এলাকার তার ছোট মেয়ে ডা. তানিয়ার বাড়িতে থাকেন। রোববার বেলা ১১টার দিকে রায়নগর মধ্যপাড়া গ্রামে স্বামীর বাড়িতে আসেন তিনি। বিকেলেই পাওয়া যায় তার মৃতদেহ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, সাবেক নারী ইউপি সদস্য’র মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃতদেহ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ