বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের বাগাতিপাড়ায় মাছ ধরতে গিয়ে বড়াল নদীর পানিতে ডুবে যাওয়া দবির শাহ (৫০) নামের একজন জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে বাগাতিপাড়া ও বড়াইগ্রাম সীমান্তবর্তী রামগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। দবির শাহ উপজেলার চন্দ্রখৈইর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন জেলে বিকেলে বেড় জাল দিয়ে নদীতে মাছ ধরতে নেমে ছিলেন। নদীতে ¯্রােত থাকায় জাল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এক পর্যায়ে সবাই জাল ছেড়ে দেয়। কিন্তু দবির শাহ জালের সাথে পানিতে ডুবে যান। অনেক খোঁজা-খুঁজি করেও স্থানীয়রা তাঁকে না পেয়ে ৯৯৯ ফোন দিলে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় জালসহ মৃতদেহ উদ্ধার করে।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আকরামুল হাসান তুষার জালের সাথে পা পেঁচিয়ে পানিতে ডুবে গেছেন বলে তাদের প্রাথমিক ধারণার কথা জানান।
বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু বলেন, দবির শাহ তাঁর ইউনিয়নের একজন বাসিন্দা ছিলেন। মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে । পরিবারের সদস্যসহ স্থানীয়দের দাবি অনুযায়ী দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।