Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাধিক মাদক ও ডাকাতি মামলার ২ আসামী গ্রেফতার

কোম্পানীগঞ্জে চুরি বন্ধে পুলিশের অভিযান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২০ পিএম

চোর ও ডাকাতের উৎপাতে আতঙ্কিত কোম্পানীগঞ্জ উপজেলার বেশিরভাগ এলাকার মানুষ। বিশেষ করে বিদ্যুতের ট্রান্সফরমার ও মোটরসাইকেল চোরদের উৎপাতে নাজেহাল জনসাধারণ। সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের কোয়ার্টার থেকে ২টি সহ এক রাতে ৩টি মোটরসাইকেল চুরি হয়। এর মধ্যে একটি সরকারি মোটরসাইকেল। যা ব্যবহার করতেন বিআরডিবি'র উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শাহ আলম। গত ১ ফেব্রুয়ারী রাতে তার ব্যবহৃত টিভিএস কোম্পানির ১২৫ সিসির মোটরসাইকেলটি কোয়ার্টারের গেইটের থালা ভেঙ্গে নিয়ে যায়। এর পর নড়েচড়ে বসে প্রশাসন। বিভিন্ন জায়গায় চলে পুলিশের সাড়াশি অভিযান। শনিবার (৪ ফেব্রুয়ারী) রাতে পুলিশের অভিযানে একাধিক মাদক ও ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার বুড়দেও গ্রামের ইছাক আলীর পুত্র নজির আহমদ (৩০) ও কোম্পানীগঞ্জ গ্রামের হাসাব আলীর পুত্র মখতাছির আলী (৩০)। তাদেরকে উপজেলার দলইরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে।


গত ২৭ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন হিল্লোল রায়। যোগদানের পরই চুরি ও ডাকাতি বন্ধে সাড়াশি অভিযান চালাচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকায়। সন্দেহবাজনদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করছেন। আইনশৃংখলার উন্নতি ও চুরি ডাকাতি বন্ধে তাঁর এই অভিযান।

 

ওসি হিল্লোল রায় জানান, আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ বদ্ধপরিকর। চুরি, ডাকাতি ও মাদক সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স আছে। এরই মধ্যে একাধিক মামলার ২ আসামিকে আমরা গ্রেফতার করেছি। তাদেরকে সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ