Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুডো ফেডারেশনকে জাপানের ১৪১ ম্যাট উপহার

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ২০২০ সালের টোকিও অলিম্পিক এবং প্যারা-অলিম্পিক গেমসের আয়োজক জাপান। বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়াযজ্ঞে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি প্রকল্প হাতে নিয়েছে আয়োজক দেশ জাপান। ‘স্পোর্টস ফর টুমোরো’ নামের এই প্রোগ্রামের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে নানা ধরেনের সহযোগিতা দিয়ে আসছে এশিয়ার দেশটি। তারই অংশ হিসেবে গতকাল বাংলাদেশ জুডো ফেডারেশনকে ১৪১ পিস জুডো ম্যাট উপহার হিসেবে দিয়েছে অল জাপান জুডো ফেডারেশন। গতকাল ধানমন্ডির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে বাংলাদেশস্থ জাপানি দূতাবাস জাপানের ইউসেন কোম্পানি লিমিটেড এবং ইয়ামাগুচি জেলার শুনান সিটির সৌজন্যে এই জুডো ম্যাটস বাংলাদেশকে প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশস্থ জাপানি দূতাবাসের পক্ষে আশা প্রকাশ করা হয় যে এই নতুন ম্যাটস বাংলাদেশের জুডো ফেডারেশনের ভবিষ্যৎ খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণে, সুস্থ শারীরিক ও মানষিক বিকাশে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জুডোতে আরো সাফল্য অর্জনে সহায়ক হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ