নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় ও অনূর্ধ্ব-১৮ জুডো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ আনসার। গতকাল মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী টুর্নামেন্টের শেষ দিনে সিনিয়র মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রানার্সআপ বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। জুনিয়র মহিলা বিভাগেও চ্যাম্পিয়ন হয় আনসার এবং রানার্সআপ বান্দরবান পার্বত্য জেলা। সিনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি ও রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার। জুনিয়র পুরুষ বিভাগে সেরা হয়েছে বিকেএসপি এবং রানার্সআপ হয় বাংলাদেশ ভিডিপি। তিনটি বিভাগেই অধিকাংশ পদক জিতেছে আনসার। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: মাসুদ করিম। এসময় আনসার দলের ক্রীড়া অফিসার ও জুডো ফেডারেশনের সহ-সভাপতি মো: রায়হান উদ্দিন ফকির ও ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম সেলিম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।