Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যৌথ প্রযোজনার সিনেমায় নায়ক-নায়িকাদের পারিশ্রমিক দুই থেকে তিন গুণ

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনার সিনেমা হলেই কলকাতার নায়ক-নায়িকাদের পারিশ্রমিক দুই-তিন গুণ বেড়ে যায়। নিজ দেশে কম পারিশ্রমিকে সিনেমা করলেও, যৌথ প্রযোজনার সিনেমায় তারা বেশি পারিশ্রমিক হাঁকছেন। ফলে যৌথ প্রযোজনার সিনেমা তাদের জন্য বেশ লাভজনক হয়ে উঠেছে। এক্ষেত্রে সিনেমা চলুক বা না চলুক, পারিশ্রমিকের ক্ষেত্রে তারা কোনো ছাড় দেন না। আমাদের দেশে এখন যে ধরনের যৌথ প্রযোজনার সিনেমা মুক্তি দেয়া হয় সেগুলোর বেশিরভাগই ব্যবসায়িকভাবে লোকসানের মুখোমুখি হয়। তারপরও থেমে নেই যৌথ প্রযোজনার সিনেমা। কলকাতার নায়ক সোহম সিনেমা প্রতি ১০ লাখ রুপির বেশি নেন না। অনেক সিনেমা ৬-৭ লাখ রুপিতেও করেন। তবে যৌথ প্রযোজনার বø্যাক নামের একটি সিনেমায় তিনি ৩০ লাখ রুপি নিয়েছেন বলে জানা যায়। সিনেমাটির একটি সূত্র জানায়, বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ও কলকাতার রানা সরকার একসাথে তিন সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেন সোহমকে। পারিশ্রমিক হিসেবে দেন একটি মার্সিডিজ গাড়ি ও ৩০ লাখ রুপি। সব মিলিয়ে ৮০-৯০ লাখ রুপি খরচ হয়েছে তার পেছনে। অথচ কলকাতার সিনেমা হলে সব মিলিয়ে পেতেন ২০-২৫ লাখ রুপি। এ ব্যাপারে প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু বলেন, যৌথ প্রযোজনার সিনেমায় খরচ একটু বেশিই হয়। এটা নিয়ে বলার কিছু নেই। এদিকে শোনা যাচ্ছে, মিষ্টি জান্নাতের বিপরীতে আমার প্রেম তুমি সিনেমায় সোহম নিয়েছেন ১৫ লাখ রুপি। এ নিয়ে মিষ্টি বলেন, এটা স্বাভাবিক ব্যাপার। যখন যৌথ প্রযোজনা হবে তখন বাজেট বাড়বে। আমি এখানে (বাংলাদেশ) ৪-৫ লাখ টাকা নিই, সেখানে ৭ লাখ রুপি নিয়েছি। স্বাভাবিকভাবে সোহমের পারিশ্রমিকও বেশি দিতে হয়েছে। জানা যায় শ্রাবন্তী ও শুভশ্রী কলকাতায় নেন ১০-১২ লাখ রুপি। যৌথ প্রযোজনার মুক্তিপ্রাপ্ত শিকারি ও নির্মাণাধীন নবাব-এ নিয়েছেন ৩০ লাখ রুপি করে। জাজ মাল্টিমিডিয়ার একটি সূত্র এ তথ্য জানান। জিৎ কলকাতার সিনেমায় নেন এক কোটি রুপি নেন। যৌথ প্রযোজনায় নির্মিত মুক্তিপ্রাপ্ত বাদশা সিনেমায়ও এক কোটি রুপি নিয়েছেন। তবে তার কিছু শর্ত পূরণ করতে হয়েছে প্রযোজককে। পরিচালক ও টেকনিশিয়ান জিতের পছন্দ অনুযায়ী নিতে হয়েছিল। এদিকে শাকিব খান বাংলাদেশের সিনেমা প্রতি নিয়ে থাকেন ২০-২৫ লাখ টাকা। যৌথ প্রযোজনায় নেন ৪০ লাখ রুপি। এদিকে যৌথ প্রযোজনার সিনেমা বাংলাদেশ ও কলকাতায় খুব একটা ব্যবসা করছে না। তারপরও নির্মিত হচ্ছে, একের পর এক সিনেমা। এর রহস্য কি, তা জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌথ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ