Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হলো কণ্ঠশিল্পী শাকিল খানের অ্যালবাম ....বছর পর

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় ব্যান্ড নোভা’র ভোকালিস্ট শাকিল খানের একক অডিও অ্যালবাম ‘....বছর পর’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব রাজধানীর একটি রেস্টুরেন্টে গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশীষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বেক্সিমকো গ্রæপের প্রধান নির্বাহী পরিচালক সৈয়দ নাভেদ হুসেইন, বিশিষ্ট গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, কণ্ঠশিল্পী নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, দিলরুবা খান, সুমন কল্যাণ ও অভিনেতা আহসান হাবীব নাসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরেফের রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা। অনুষ্ঠানের শুরুতেই শিল্পী শাকিল খানের গাওয়া অ্যালবামের তিনটি গানের ভিডিও চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা আহসান হাবীব নাসিম। অ্যালবামটিতে গানের কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর, পিলু খান ও সুমন কল্যাণ। অ্যালবামের গানগুলো হলো ভুলে গেছ তুমি, আমি জানতাম ও হাজার বছর পর। অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী শাকিল খান বলেন, দীর্ঘ ২৫ বছর পর আমার প্রথম একক অডিও অ্যালবামটি অনেক যতœ সহকারে কাজ করেছি। চেষ্টা করেছি শ্রোতা-দর্শকদের ভালো কিছু গান উপহার দিতে। আশা করি, আমার এই অ্যালবামের গানগুলো শ্রোতাদের মুগ্ধ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বছর

৫ ডিসেম্বর, ২০২২
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ