মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের মুম্বাইয়ে ২০১৬ সালের মধ্যে আবাসন খাতে ব্যয় বেড়ে যেতে পারে গড়ে ৬ শতাংশ। প্রোপার্টি কনসালটেন্ট জোন্স ল্যাং লাসালের এক প্রতিবেদনে বলা হয়, এ বছরই মুম্বাই ও এর আশপাশে আবাসন ব্যয় ২০১৫ সালের ৩.৩ শতাংশ ও ২০১৪ সালের ৭ শতাংশের তুলনায় গড়পড়তা ৬ শতাংশ বেড়ে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত দুই বছরে যেখানে মুম্বাইজুড়ে সবকিছুর দাম দ্বিগুণ বেড়ে গিয়েছিল, সেখানে আবাসন ব্যয় নাগরিকদের সাধ্যের মধ্যেই ছিল। নিঃসন্দেহে মুম্বাইয়ে যারা একটি বাড়ি করতে চান, তাদের জন্য সেটি ছিল একটি ভালো খবর। কিন্তু এ বছর তা বেড়ে যেতে পারে বলে জানান জেএলএল ইন্ডিয়ার ব্যবসা ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক রমেশ নায়ার। তিনি বলেন, ৬ থেকে ৭ শতাংশ দাম বৃদ্ধির বিষয়টি গত বছরই আশা করা হয়েছিল, কিন্তু তা হয়নি। ওই বছর তা স্থির ছিল ৩.৩ শতাংশে। গত বছরের ওই অবস্থা থেকে বোঝা যায়, ডেভেলপাররা সে সময় কতটা সংযমী রেখেছিলেন নিজেদের। অনেকেই এ সময় আকর্ষণীয় মূল্যে বাড়ির মালিক হতে পেরেছেন। ব্যবসায়ীদের জন্য বছরটি তেমন ভালো না গেলেও, নাগরিকদের জন্য ছিল পোয়াবারো। কিন্তু এ বছরটি হতে পারে ব্যবসায়ীদের। বিজনেস টুডে।॥
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।