Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত : সংযত হওয়ার আহ্বান ম্যাক্রোঁর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১১:২৮ এএম

ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সর্বশেষ সহিংসতার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তার দফতর জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে ম্যাক্রোঁ ‘ক্রমবর্ধমান সহিংসতামূলক কার্যক্রম এড়ানোর ক্ষেত্রে সকলের প্রয়োজনীয়তার কথা স্মরণ করেন।’
বিবৃতিতে আরো বলা হয়, তিনি ‘ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে সংলাপ ফের শুরু করার ব্যাপারে অবদান রাখার জন্য প্রস্তুত থাকার কথা ব্যক্ত করেন।’
ম্যাক্রোঁ জেরুসালেমের একটি উপসনালয়ের বাইরে শুক্রবারের বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানানোর কথা পুনর্ব্যক্ত করেন। সেখানে ওই হামলায় সাতজন প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়।
এদিকে শনিবার জেরুসালেমে আরেকটি ঘটনায় ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি বালক আহত হয়। সূত্র : বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ