Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী সফরে গেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ২:৪৬ পিএম

হঠাৎ সউদী আরবে সফরে গেলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। জেদ্দায় গতকাল শনিবার ম্যাক্রোঁকে আল-সালাম প্রাসাদে স্বাগত জানান সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আরব নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এমানুয়েল ম্যাক্রোঁ’র সউদী সফরকালে উভয় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি সমঝোতা সই হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট এবং সউদী যুবরাজের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে মধ্যপ্রাচ্য এবং উভয় দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠককালে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে শক্ত ভূমিকা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট।
সউদী যুবরাজের সঙ্গে গতকাল মধ্যাহ্নভোজে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার কাতার সফর করেন এমানুয়েল ম্যাক্রোঁ। দুদিনের জন্য আরব উপসাগরীয় অঞ্চল সফরে গেছেন তিনি। সূত্র : আরব নিউজ



 

Show all comments
  • M A Islam ৫ ডিসেম্বর, ২০২১, ৩:২৩ পিএম says : 0
    France uk usa bamboo of the same bush, understands nothing but money
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ