বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : এবার বর্ষার পানি চলে যাওয়ার পর পরই মাঠের পর মাঠ কৃষকরা সরিষা আবাদ করেছে। এবার সখিপুরে সরিষার বাম্পার ফলন হবে বলে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে। সরিষা ক্ষেতের পাশে বাণিজ্যিকভাবে মধু আহরণের জন্য পালিত মৌমাছির বাক্স লাইন ধরে সাজিয়ে রাখা হয়েছে। হলুদ আর কুয়াশাচ্ছন্ন আকাশের মাঝে সকালে রোদ উকি দিলে শিশু, কিশোর, আবাল-বৃদ্ধ বণিতা সকলে সরিষা ক্ষেতে রোদের হালকা তাপে সরিষা শাক তুলতে নেমে পড়ে। প্রাণবন্ত শিশুরা ক্ষেতে নেমে তাদের আনন্দ, উচ্ছাস প্রকাশ করে। এ যেন গ্রামীণ ঐতিহ্যের এক অপরূপ নিদর্শন। সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের কাঙ্গালিছেও, আকন্দপাড়া, দাড়িয়াপুর, দেওবাড়ি, যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ি, রতনপুর, হাতীবান্ধা ইউনিয়নের চাকদহ, কামালিয়াচালা, হতেয়া, বহুরিয়া ইউনিয়নের কালমেঘা, কালিদাস, করটিয়াপাড়া, কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি, হামিদপুর, বৈলারপুর, গোবরচাকা এলাকায় এবার ব্যাপকভাবে সরিষার আবাদ করা হয়েছে।
তবে সরিষা আবাদে যে পরিমাণ খরচ হয় সে অনুপাতে সরিষার দাম না থাকায় ধীরে ধীরে সরিষার আবাদ কমে যাচ্ছে। তাছাড়া ইরি ধান আবাদের কারণে পূর্বের মতো রবিশস্য সরিষা কৃষকরা আবাদ করে না। বিভিন্ন এনজিও বাণিজ্যিকভাবে মধু আহরণে জন্য কৃষকদের সরিষা আবাদ করার জন্য উদ্বুদ্ধ করে থাকে। ক্ষেত অনাবাদি না রেখে রবিশস্য সরিষার চাষ করার জন্য মাঠ পর্যায়ে প্রান্তিক কৃষকদের প্রণোদনা দিলে কৃষকরা সরিষা আবাদে আগ্রহী হবে বলে বিজ্ঞমহল মনে করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।