নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাসের এই সময়টা পৃথিবীর অনেক কিছুই বদলে দেবে—এমনটাই বলা হচ্ছে। এ মহামারি শেষ হয়ে গেলেও এর রেশ রয়ে যাবে বহুকাল। মানুষ পাল্টে ফেলবে তার দীর্ঘ দিনের অনেক অভ্যেসই। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার একটা ধারা শুরু হবে। সামাজিক দ‚রত্ব হয়তো মানুষের আচরণেরই অংশ হয়ে যাবে। অন্য সবকিছু বদলে গেলে স্বাভাবিকভাবেই খেলাধুলাতেও আসবে বদল। ক্রিকেটে যেমন খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তাকে আরও জোরদার করার খুঁজছে আইসিসি, ফুটবলেও মাঠে অস্বাস্থ্যকর আচরণের জন্য কার্ড দেখানোর বিধান নিয়ে ভাবনা-চিন্তা হচ্ছে।
ফিফার মেডিকেল কমিটি এ বিষয় ইতিমধ্যেই সুপারিশ করেছে বলে জানা গেছে। ফুটবল মাঠে অনেক খেলোয়াড়ের মধ্যেই থুতু ফেলার প্রবণতা দেখা যায। মেডিকেল কমিটি এটি বন্ধ করতে বলছে। করোনা–পরবর্তী সময়ে এ ধরনের অস্বাস্থ্যকর কাজ করলে হলুদ কার্ড দেখানোর বিধান করার কথাও ভাবছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
ক্রিকেটে রীতিমতো খেলার অংশ হয়ে গিয়েছে থুতু দিয়ে বলের উজ্জ্বলতা বাড়ানোর ব্যাপারটি। বলকে সুইং করাতে থুতু কিংবা ঘাম দিয়ে বলের একদিন ঘষা রীতিমতো আবশ্যিক ব্যাপার বোলারদের কাছে। সম্প্রতি এটি নিষিদ্ধ করার বিষয়টি খুব জোরের সঙ্গেই আলোচিত হচ্ছে বিশ্ব ক্রিকেটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।