বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় অপু বিশ্বাস (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।
সে মাগুরা জেলার সদর থানার হাট মালঞ্চী এলাকার অনাথ বিশ্বাসের ছেলে এবং আরএফএল কোম্পানির ঈশ্বরদী-আটঘড়িয়া-চাটমোহর উপজেলার এসআর হিসেবে দায়িত্বরত ছিলো।
জানা গেছে, কাজ শেষে ঈশ্বরদীতে ভাড়া বাসায় আসার পথে দাশুড়িয়া গ্যাস পাম্পের নিকট সিএনজির আঘাতে সিটকে অপু বিশ্বাস রাস্তায় পড়ে যায়। এসময় দ্রুতগামী কাঠ ভর্তি কুত্তা গাড়ি অপুকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। কুত্তা গাড়ির চাকায় পিষ্ট হওয়া অপু বিশ্বাসকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাজশাহী যাবার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের পর পরিবারবর্গের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ হাদিউল ইসলাম জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।