Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থামানো পিক-আপের পিছনে সিএনজির ধাক্কায় শিশু নিহত

নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ৪:০৮ পিএম

ঝালকাঠি নলছিটিতে রাস্তার উপর রাখা পিক আপের সাথে সিএনজির ধাক্কা লেগে মারজান(৮) নামের এক শিশু নিহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা চার যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৬ টায় প্রতাপের ডাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু মারজান সদর উপজেলার জয়সি গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিএনজি করে বরিশাল থেকে ঝালকাঠিতে আসার পথে প্রতাপ ডাপর এলাকায় রাস্তার উপরে থাকা একটি পিকের সাথে সিএনজির ধাক্কা লাগে। এসময় আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু মারজানকে মৃত্যু ঘোষণা করেন। আহতদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতাল থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ