বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় বানেশ্বর বাজারে এ সংঘর্ষ চলে। বানেশ্বর কলেজ মাঠ ও ঢাকা-রাজশাহী মহাসড়কে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় প্রায় দেড় ১ ঘন্টা যানবহন বন্ধ থাকে। এ সময় অতিরিক্তি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বানেশ্বরে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বানেশ্বর বাজার বণিক সমিতি অফিসে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং জেলা যুবলীগের সহসভাপতি ওবাইদুর রহমানের সমর্থকদের কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদের মধ্যে জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমান ডা: মুনসুর রহমান এমপির সমর্থক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার সমর্থক।
সূত্রমতে, মঙ্গলবার রাতে প্রথমে তাদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বুধবার সকালে পুনরায় ওবায়দুর রহমান ও আবুল কালাম আজাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুঠিয়া থানার পরিদর্শক আব্দুল বারি জানান, দুই গ্রুপের ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আর এই ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে আহতদের নাম এখনো জানান যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।