মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মোবাইল ছাড়া বর্তমান বিশ্বের আধুনিক এক ব্যক্তি একটা দিনও ভাবতে পারে না। এক ফোনেই হাতের মুঠোয় এখন পুরো বিশ্ব। তবে সম্প্রতি একদল বানরকে মোবাইলে মগ্ন থাকতে দেখা গেছে! শুনতে অবাক করার মতো হলেও বাস্তবে এমনটি ঘটেছে বলে ধারণা করা হয়েছে।
সম্প্রতি একটি ভিডিও ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অন্তত ৫টি বানরকে দেখা গেছে। এরমধ্যে মনে হচ্ছে তিনটি বানরই মোবাইলে আসক্ত!
ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ একমনে মোবাইলের দিকে চেয়ে আছে। কেউ আবার দিব্যি স্ক্রল করছে। ছবি ছুঁয়েও দেখছে। চতুর্থজনও মাঝেমধ্যে উৎসাহ দেখাচ্ছে। তবে ভিডিওটি ভারতের কোথাও থেকে ধারন করা হয়েছে কি না-সেই নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট জানা যায়নি।
এ ছাড়া ঠিক কোথায় এই ভিডিও ধারন করা হয়েছে-সেই বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।