Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান এমার্জিং কাপে খেলবে বাংলাদেশ

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০১৫ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কার্যক্রম আইসিসি’র উপর ন্যস্ত হয়ে এ বছর তা পুনরায় ফিরে পেয়েছে এসিসি। মালয়েশিয়া থেকে শ্রীলঙ্কার কলোম্বোতে এসিসি’র সদর দফতর স্থানান্তরিত হয়ে এশিয়ার ৪ পরাশক্তি আবারো এসিসি’ কার্যক্রমে গতিশীলতা আনার উদ্যোগ নিয়েছে। তহবিল সমৃদ্ধ করতে আগামী বছরের মার্চে দুবাইয়ে এশিয়ান এমার্জিং কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ৬ জাতির এশিয়ান এমার্জিং কাপে এসিসি’র পূর্ন সদস্য ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং বাংলাদেশ ছাড়াও র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা এশিয়ার অন্য ২টি দেশ এই আসরে করবে প্রতিদ্ব›িদ্বতা। তবে এশিয়া কাপের মতো নয়, আগামী ২৫ থেকে ২৫ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত এই আসরে পূর্ণ সদস্য দেশগুলো খেলতে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। যেখানে জাতীয় দলের সর্বোচ্চ ৩ ক্রিকেটার পাবেন খেলার সুযোগ। তবে আইসিসি’র সহযোগী সদস্য অন্য ২টি দেশ পূর্ণশক্তি নিয়েই খেলতে পারবে এশিয়ান এমার্জিং কাপে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এসিসি’র সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে একটি অনলাইন নিউজ পোর্টালকে জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন।
এ ছাড়া সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ সফলভাবে আয়োজনে এই আসরটি নিয়মিত আয়োজনের পাশাপাশি মেয়েদের এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্তও নিয়েছে এসিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ