Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাফে মেয়েদের লক্ষ্য শেষ চার

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে চতুর্থ আসরের শেষ চারে খেলার লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। জাতীয় মহিলা দলের কোচ গোলাম রব্বানী ছোটন এমনটা আশা করেন। সেমিফাইনাল বাধা টপকাতে পারলে ফাইনাল নিয়ে পরিকল্পনা করবেন তিনি। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল বাংলাদেশ ফুটবল ফোরেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ছোটন।
সাফে অংশ নিতে আগামীকাল ভারতের শিলিগুড়ির উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। শিলিগুড়িতেই শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ান মহিলা ফুটবলের সর্ববৃহৎ এ আসর। এ টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয়স্থান লাভ। প্রথম ও তৃতীয় আসরের সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। চতুর্থ আসরে ‘বি’ গ্রæপে খেলছে লাল-সবুজরা। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ টানা তিনবারের চ্যাম্পিয়ন ভারত ও আরেক শক্তিশালী দল আফগানিস্তান। এ দুই দলের মধ্যে ভারতকেই শক্ত প্রতিপক্ষ মনে করছেন বাংলাদেশের কোচ ছোটন। তিনি বলেন, ‘আমরা সবাই জানি ভারত ফুটবলে কতটা উন্নতি করেছে। তবে টুর্নামেন্টে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। সর্বশেষ এসএ গেমসে আমার দল ভারতের কাছে হেরেছে। এবার দল নিয়ে বেশ আতœবিশ্বাসী আমি। চেষ্টা থাকবে স্বাগতিকদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলার। স্বাগতিক দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন।’ অন্য প্রতিপক্ষ আফগানিস্তান নিয়ে ছোটনের কথা, ‘আফগানিস্তানরা জন্মগতভাবেই শক্তিশালী এবং ওদের উচ্চতা ভালো। সর্বশেষ এসএ গেমসে যুদ্ধ বিধ্বস্ত দেশটির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি আমার দল আফগানীস্তানের বিপক্ষে সমান তালেই লড়াই করবে।’ দলের প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, ‘আমাদের প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগেই। সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার পর থেকেই অনুশীলনের মধ্যে রয়েছে মেয়েরা। আর নভেম্বরে এসে দলে যোগ দিয়েছে সিনিয়র দলের মেয়েরা। সাফে যাওয়া এই দলের মধ্যে ১৫ জন জাতীয় দলের। তবে দলের সঙ্গে যেতে পারছে না সুইনু মারমা ও তৃষ্ণা চাকমা। এরা গেলে দলটি আরও শক্তিশালী হতো।’ লাল-সবুজের অধিনায়ক সাবিনা খাতু বলেন, ‘আমাদের গ্রæপে ভারত ও আফাগানিস্তান দু’টিই শক্তিশালী দল। তবে আমাদের প্রথম লক্ষ্য থাকবে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথ প্রশস্ত করা। সবসময় আমরা মাঠে নিজেদের শতভাগ দিতে চেষ্টা করবো। আমাদের এই দলটাও সিনিয়র-জুনিয়র খেলোয়াড়ের সমন্বয়ে শক্তিশালীই হয়েছে। আশা করি শিলিগুড়িতে আমরা ভালেই করব।’ টুর্নামেন্টের ‘এ’ গ্রæপে রয়েছে নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও ভুটান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ